‘বেস্টফ্রেন্ড’ মায়ামিতে যাবেন, আগেই জানতেন তিনি, এনজেটেন বলছেন এবার খেলা হবে…!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্সেলোনা (Barcelona) বা আল হিলাল (Al-Hilal) নয়, মেসি যাচ্ছেন ইন্টার মায়ামিতেই (Inter Miami)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) ও ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাবই মেসির নেক্সট ডেস্টিনেশন। মেসি যে প্যারিস ছেড়ে মায়ামিতে পাড়ি দেবেন, তা অনেক আগেই জানতেন মেসির অন্যতম প্রিয় বন্ধু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার (Neymar)। মেসির বার্সেলোনা ও পিএসজি সতীর্থ এনজেটেন বলছেন যে, মেসি মার্কিন মুলুকে গিয়ে সেখানকার লিগের চেহারাটাই বদলে দেবে।

নেইমার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দেখুন আমি আগেই জানতাম যে, ও ইন্টার মায়ামিতে যাবে। ও আমার বেস্ট ফ্রেন্ডদেরই একজন। আমি মেসির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, ওর সঙ্গে খেলেছি। তারপর একটা অসাধারণ বন্ধুতা তৈরি হয়েছে। ফুটবল আমাকে এই উপহার দিয়েছে। আমি ওকে বলেছি যে, ও ওই শহরে গিয়ে খুবই খুশি হবে। মায়ামির লাইফস্টাইল ওকে টানবে। খেলার সুযোগও পাবে। আমি নিশ্চিত যে, লিয়ো আমেরিকার লিগের চেহারাটাই বদলে দেবে। আমার মনে হয় এই লিগ আরও জনপ্রিয় হবে। সকলেই চাইবে ওর খেলা উপভোগ করার সুযোগ নিতে। আসলে কিছুই তো চিরস্থায়ী হয় না।’

আরও পড়ুন: Kylian Mbappe: আর নয় পিএসজি! ‘আলোর শহর’ ছাড়ছেন এমবাপে? ফাটালেন চুক্তি-বোমা

মেসি পাতত চিনে। সঙ্গে এসেছে তাঁর ভুবনজয়ী আর্জেন্টিনা স্কোয়াড । ২০১৭ সালের পর বেজিংয়ে এই প্রথমবার লিও। ফের একবার এশিয়ার মাটিতে তিনি পা রেখছেন প্রীতি ম্যাচ খেলার জন্য। আগামী ১৫ জুন লিওনেল স্কালোনির শিষ্যরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ হবে বেজিংয়ে নতুন ভাবে সেজে ওঠা বেজিং ওয়ার্কার স্পোর্টস কমপ্লেক্সে। একসঙ্গে ৬৫ হাজার দর্শক বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। শুধু চিন নয়, বেজিংয়ে খেলার পরে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য ইন্দোনেশিয়া। সেখানে মেসির দল খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। গত ৪ ডিসেম্বর সকারুজদের বিরুদ্ধেই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেন মেসিরা। নীল-সাদা জার্সিধারীরা ২-১ গোলে হলুদ বাহিনীকে হারিয়ে দিয়েছিল। মেসি ও জুলিয়ান আলভারেজ গোল করেছিলেন। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের রিম্যাচই দেখবে চিন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)