Bangla Jokes Collection: সাত সকালেই হাসতে হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস, এনার্জিতে থাকুন টইটম্বুর

প্রচণ্ড গরম। কাজের শক্তির প্রায় দফারফা। এই অবস্থায় মন ভালো করে দিতে কয়েকটি জোকস। তাই দিনের শুরুতেই পড়ে নিন এমন সেরা ৫ জোকস। আর দিনটা কাটান দারুণ ভাবে। 

(আরও পড়ুন: ছুটির দিনে দিলখোলা হাসি হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

১। দাদু আর তার নাতির কথোপকথোন।

দাদু: আরে, তুই পালা তাড়াতাড়ি! তুই আজকে স্কুলে যাসনি। তাই তোর মাস্টারমশাই বাড়িতে আসছে শুনলাম। স্কুল থেকে ফোন করে বলল।

নাতি: আমি পালাবো কেন? তুমি বরং পালাও। কারণ আমি স্যারকে বলেছি, আমার দাদু মারা গিয়েছে, তাই স্কুলে যাইনি।

(আরও পড়ুন: সপ্তাহের শুরু হোক জবরদস্ত হাসি হেসে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠান অন্যদেরও)

২। শ্যামল: বিমল, কেমন আছিস? অনেক দিন কোনও খবর নেই। তা কী করছিস এখন?

বিমল: এই তো, তোর বউদির সাঙ্গে ডিনার শেষ করে উঠলাম। আর এখন স্কচ নিয়ে বসেছি।

শ্যামল: বলিস কী? আমিও আসছি তবে। তা কোনটা? ব্ল্যাক লেবেল নাকি রেড লেবেল?

বিমল: আরে না না! স্কচ না, স্ক্রচ! স্ক্রচব্রাইট দিয়ে বাসন মাজতে বসেছি। চাইলে তুইও চলে আয়।

(আরও পড়ুন: গরম বাড়ছে, কিন্তু মন থাকুক ঠান্ডা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুব হেসে নিন)

৩। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়েছে নতুন বউ। শাশুড়ি তাকে বলল: মা, আজ থেকে তুমি এ বাড়িরই একজন সদস্য। আমার মেয়ে তুমি, আমাকে তুমি মা ডাকবে।

নতুন বউ: আচ্ছা মা।

সারা দিনের কাজ শেষে নতুন বউয়ের বর, মানে সে বাড়ির ছেলে বাড়ি ফিরে ডোরবেল বাজালো।

শাশুড়ি: এই কে এলো, দেখো তো মা ?

নতুন বউ: মা! মা! দাদা অফিস  থেকে থেকে ফিরেছে। 

(আরও পড়ুন: সপ্তাহ প্রায় শেষ! ছুটির মজা এবার একটু বাড়িয়ে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। ছেলে: বাবা তুমি অন্ধকারে লিখতে পারো?

বাবা: পারি। কী লিখতে হবে?

ছেলে: বেশি কিছু না বাবা। শুধু আমার স্কুলের রিপোর্ট কার্ডে একটি সই করে দিলেই হবে।

(আরও পড়ুন: ছুটির দিন সকাল সকাল হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। শিক্ষক: বলো তো পল্টু, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?

পল্টু: আমি পরীক্ষায় পাস করি না বলে।

শিক্ষক: কেন?

ছাত্র: মা বলেছে, আমি যেদিন পাস করব, সে দিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।