Panchayat Election 2023: সংখ্যালঘু ভোট পেতে মরিয়া? মালদায় জেলা পরিষদে ৩ মুসলিম প্রার্থী দিল বিজেপি

শাসকদলকে শক্ত লড়াইয়ের মুখে ফেলতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু প্রার্থী দিল বিজেপি। সোমবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র অন্তর্গত পাঁচটি বিধানসভা এলাকায় জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করছে বিজেপি। সেই তালিকায় তিনজন মুসলিম প্রার্থী রেখেছে বিজেপি।

মালদার মানিচকের ২৯ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী করা হয়েছে সুমী বিবিকে। তিনি বিজেপির সংখ্যালঘু মোর্চা নেতার স্ত্রী। সুজাপুর বিধানসভার ৩৯ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী করা হয়েছে হামিদা ইয়াসমিনকে। এ ছাড়া ৪০ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী করা হয়েছ সাফিকুল ইসলামকে।

রাজ্যে ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। তাই ভোটে ভালো ফল করতে সংখ্যালঘুদের সমর্থন পাওয়াটা জরুরি সেটা ২০২১-এ বিধানসভা ভোটের আগেই বুঝতে পারে বিজেপি। তাই সংখ্যালঘুদের কাছে টানতে সেই সময় থেকেই উদ্যোগী হয় তারা। এখন সেই অবস্থানই বজায় রেখেছে দল। সে কারণে, মালদার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জেলা পরিষদে রাখা হয়েছে সংখ্যালঘু প্রার্থী। তালিকা প্রকাশিত হলেও সোমবার এঁদের কেউই মনোনয়ন জমা দেননি।

সোমবার মালদার মানিকচক, সুজাপুর, ইংলিশবাজার, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর এলাকায় জেলা পরিষদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সব মিলিয়ে মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তৃণমূল থেকে আসা মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। তাঁকে ২৮ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী করা হয়েছে। ২০১৮ সালে তিনি ঘাসফুল প্রতীকে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন। গত বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। মানিকচক কেন্দ্র থেকে বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে তিনি ভোটে হেরে যান। তাঁকেই এবার জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে।