Gautam Gambhir Breaks Silence Over Verbal Spat With Virat Kohli During IPL 2023

নয়াদিল্লি: আইপিএলের লড়াই শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এবারের আইপিএলে (IPL 2023) হাড্ডাহাড্ডি ক্রিকেটের পাশাপাশি মাঠে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বিরাট কোহলির (Virat Kohli) বিবাদ কিন্তু চর্চার বড় কারণ ছিল। এই বিবাদের জেরে হায়দরাবাদ হোক বা কলকাতা, গম্ভীরকে কিন্তু কটাক্ষের শিকার হতে হয়েছে। শুনতে হয়েছে ‘কোহলি, কোহলি’ ধ্বনি। সেইদিন ঠিক কী হয়েছিল, কী কারণে গম্ভীর ও কোহলি মাঠেই একে অপরের সঙ্গে ঝামেলায় জড়ান, সেই নিয়ে একাধিক তত্ত্ব শোনা গেলেও, গম্ভীর বা কোহলি, কেউই কিন্তু এতদিন পর্যন্ত মুখ খোলননি। এবার অবশেষে মুখ খুললেন গম্ভীর।

গম্ভীর মাঠের লড়াইকে মাঠেই রাখতে চান এবং তিনি এ বিষয়ে তেমন ব্যাখা দিতেও আগ্রহী নন। তিনি বলেন, ‘এর আগেও তো মাঠে আমার সঙ্গে অনেকের ঝামেলা হয়েছে। কিন্তু আমি সবসময় মাঠের ঝামেলা মাঠেই রাখতে চাই। দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সেটা মাঠের মধ্যেই থাকুক না। টিআরপির জন্য অনেকে অনেক কিছু বলেছে। অনেকে সাক্ষাৎকারও চেয়েছে। দুই ব্যক্তির মধ্যে হওয়া কোনোকিছুর ব্যাখা দেওয়ার তো প্রয়োজন নেই। তাও গোটা বিষয়টা মাঠের বাইরে নয়, মাঠেই ঘটেছে। মাঠের বাইরে হলে তখন সেটাকে না হয় লড়াই হিলাবে অ্যাখা দেওয়া যায়। দুই ব্যক্তি যারা নিজেদের দলের জয় দেখতে চায়, তাদের মধ্যে ওই পরিস্থিতিত টুকটাক কথা কাটাকাটি হওয়াটা অস্বাভাবিক নয়।’   

এরপরেই তিনি আরও যোগ করেন যে নবীন উল হক ভুল কিছুই করেননি এবং তার পরিপ্রেক্ষিতে কোহলির ওই প্রতিক্রিয়াটা একেবারে ন্যায্য ছিল না। ‘আমি খালি এটুকুই বলব যে ওই সময়, ওই মুহূর্তে যে মানুষটা সঠিক ছিল, তার পাশেই দাঁড়িয়েছি আমি। নবীন উল হক ওই সময় কিছু ভুল করেননি। তাই ওর পাশে দাঁড়ানোটা আমার উচিত ছিল। আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তাই করব, তা সে নবীনের জন্য হোক বা অন্য কারুর জন্য। আমাকে তো এটাই শেখানো হয়েছে এবং সেই অনুযায়ীই আমি কাজ করব। অনেকই প্রশ্ন করেছিলেন যে আমি আমাদের খেলোয়াড়ের পাশে না দাঁড়িয়ে নবীনের পাশে কেন দাঁড়াচ্ছি। এখানে আমার, তোমারের ব্যাপারই নেই। আমার দলের খেলোয়াড় যদি ভুল করে, তাহলে আমি কখনই তাঁর পাশে দাঁড়াব না।’ দাবি গম্ভীরের।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?