Salary of Guv appointed VCs: বেতন এবং ভাতা বন্ধ করা হল রাজ্যপাল নিযুক্ত ১৪ উপাচার্যের, কড়া নির্দেশ ব্রাত্যর

জগদীপ ধনখড় থাকাকালীনও বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ইস্যুতে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠেছিল। এই আবহে মুখ্যমন্ত্রীকেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে নিয়োগ করার জন্য বিলের খসড়াও তৈরি করেছিল সরকার। তবে এরপর ধনখড় হয়ে যান দেশের উপরাষ্ট্রপতি। বাংলার স্থায়ী রাজ্যপাল হয়ে আসেন সিভি আনন্দ বোস। দীর্ঘদিন আমলার দায়িত্ব সামলানো বোসও উপাচার্য ইস্যুতে সংঘাতেই জড়িয়েছেন রাজ্যের সঙ্গে। এই আবহে বিগত দিনে ১৪টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন তিনি। সেই উপাচার্যদের বেতন ও ভাতা এবার বন্ধ করে দেওয়া হল রাজ্য সরকারের তরফে।

উল্লেখ্য, প্রথমদিকে দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে ধীরে ধীরে সুর-তাল কাটতে শুরু করে। এই আবহে সম্প্রতি রাজ্যের পরামর্শ না নিয়েই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এতে রাজ্য-রাজভবন দ্বন্দ্বের সুর ফের সপ্তমে চড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, এই অস্থায়ী উপাচার্যের নিয়োগ বেআইনি। তাই তাঁরা বেতন ও ভাতা পাবেন না।

এর আগে রাজ্যপাল যাঁদেরকে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেছিলেন, তাঁদের কাছেই ব্রাত্য বসু আবেদন জানিয়েছিলেন যাতে এই দায়িত্ব তাঁরা প্রত্যাখ্যান করেন। তবে ব্রাত্য বসুর আবেদনে সাড়া দিয়ে কেবলমাত্র একজনই উপাচার্যের পদ গ্রহণ করেননি। বাকি সবাই রাজ্যপালের কথা মতো নিজেদের দায়িত্ব গ্রহণ করেছেন। এই আবহে আইনি পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, এর আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়াই প্রথমে তিনটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। পরে আরও ১১ জনকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। যদিও সরকারের বক্তব্য, রাজ্যপালের এ ভাবে সরাসরি উপাচার্য নিয়োগের কোনও এক্তিয়ার নেই। এই আবহে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হল। এদিকে রাজ্যপালের উপাচার্য নিয়োগ নিয়ে আদালতে মামলাও হয়েছে।