Woman Breathing in Coffin: বন্ধ কফিন খুলতেই ধরপড়িয়ে শ্বাস নিলেন ‘মৃত’ ঘোষিত মহিলা ! ঘটে গেল তুলকালাম কাণ্ড

এই ঘটনা ৭৬ বছর বয়সী বেলা মন্তোয়ার। তিনি আক্রান্ত হন এক ভয়াবহ হার্ট অ্যাটাকে। তাঁকে ঘোষণা করে দেওয়া হয়েছিল ‘মৃত’ বলে। এরপর খ্রিস্টান রীতি মেনে তাঁর দেহ কফিন বন্দি রাখা হয়। এই কফিনের ভিতরেই এমন কাণ্ড ঘটল, যা চমকে দিল সকলকে। ঘটনা ইকুয়েডরের।

বাবাহোয়ো শহরের এক হাসপাতালের চিকিৎসক বেলা মন্তোয়াকে মৃতা বলে ঘোষণা করেন, তাঁর হার্ট অ্যাটাকের পর। তারপর রীতি মেনে ‘মৃতা’ ঘোষিত হওয়া বেলার দেহ রাখা হল কফিনে। এদিকে, তাঁর অন্ত্যেষ্টির জন্য ধীরে ধীরে আত্মীয় স্বজনরা আসতে আরম্ভ করলেন। কীভাবে তাঁর শেষযাত্রা হবে তা নিয়ে চল আলোচনা। এরপর ধীরে ধীরে পর পর রীতি মেনে তাঁর কফিন নিয়ে এগোলেন সকলে। এরপর ধর্মীয় রীতি মেনে তাঁর পোশাক পরিবর্তনের সময় কফিন খুলতেই ঘটে গেল চমকপ্রদ কাণ্ড! কফিন খুলতেই দেখা গেল, মহিলা শ্বাস নিলেন জোরে! ততক্ষণ বেলাকে ‘মৃত’ ঘোষণা করার পর ৫ ঘণ্টা কেটে গিয়েছে।

বেলার ছেলে বলছেন,’আমার মা নাড়াচাড়া করতে শুরু করেছিলেন তাঁর বাঁ হাত। খুলেছিলেন চোখ। খুলেছিলেন মুখ। তাঁর শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছিল।’ বেলার ছেলে গিলবার্ট এভাবেই তুলে ধরেছিলেন যে, কীভাবে তাঁরা তাঁর মাকে কফিন খুলে জীবিত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার ভিডিয়ো ততক্ষণে ক্যামেরাবন্দি হয়। দেখা যায়, এক জায়গায় শুয়ে বেলা শ্বাস নিতে কষ্ট বোধ করছেন। অনেকেই বলছেন, বেলাকে ওই অবস্থায় পাওয়া মাত্রই অনেকে অ্যাম্বুলেন্স ডাকেন। 

এদিকে, খানিক বাদেই সেখানে পৌঁছন প্রশাসনিক প্রতিনিধিরা। আসে দমকল। তাঁরা বেলাকে নিয়ে হাসপাতালে রওনা হন। তারপরই বেলাকে ভর্তি করা হয় আইসিইউতে। আপাতত তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে। বেলার সন্তান বলছেন, ‘আমার মা অক্সিজেনের সাপোর্টে রয়েছেন। তাঁর হার্ট স্থিতিশীল।’ জানা গিয়েছে, বেলার হাতে চিকিৎসকরা চিমটি কাটার পর, বেলার প্রতিক্রিয়াও পেয়েছেন। ফলে সমস্তটাই ইতিবাচক দিকে যাচ্ছে বলে পরিবারের আশা। এর আগে ফেব্রুয়ারি মাসেও একই ঘটনা ঘটে। সেবার নিউইয়র্কে এক ৮২ বছর বয়সী মহিলাকে মৃত ঘোষণার পর তাঁকে শ্বাস নিতে দেখা যায় অন্ত্যেষ্টির সময়। তার তিন ঘণ্টা আগে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।