Bhangor Bomb Recovery: ভাঙড়ে সংঘর্ষের মধ্যেই আরাবুলের ছেলের গাড়িতে মিলল তাজা বোমা

ভাঙড়ে মনোনয়ন পেশকে কেন্দ্র করে অশান্তি চলাকালীন আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হল। গাড়ির ড্যাশবোর্ডে বোমাটি পাওয়া যায়। বোমা উদ্ধারের পর ফের নতুন করে উত্তেজনা তৈরি হয় এলাকায়।

তৃণমূল নেতা আরাবুলের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বোমাটি গাড়ির ড্যাশবোর্ডে রেখে দেওয়া হয়েছে। আইএসএফ-ই এই কাণ্ড করেছে বলে দাবি তৃণমূল নেতার।

আরাবুলের ছেলে হাকিমুল বলেন, ‘এলাকায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়েছে নৌশাদ সিদ্দিকির লোকেরা। কমপক্ষে পাঁচ হাজার লোক এনে তাণ্ডব চালানো হয়েছে। আমাদের ১০০ কর্মী আহত হয়েছেন। ওরা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে চাইছে সকাল থেকে। ওরাই গাড়িতে বোমা রেখে থাকতে পারে।’

এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর দাবি, ‘নিজেরাই হামলা করার জন্য এনেছিল, এখন আমাদের ঘাড়ে অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে।’

(পড়তে পারেন। অভিষেকের ‘নবজোয়ার যাত্রা’র আগেই ধুন্ধুমার ভাঙড়ে, মনোনয়ন ঘিরে তৃণমূল-ISF সংঘর্ষ) 

মঙ্গলবার সকালে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভাঙড়ের ২ নম্বর ব্লক বিডিও অফিস চত্ত্বর। আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে নাগাড়ে ইঁটবৃষ্টি বোমা বাজি হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয় ও লাঠিচার্জ করতে হয়। উভয়পক্ষেরই বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আইএসএফের দাবি তাদের এক প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। তাদের অভিযোগ, পুলিশ এই অশান্তি থামাতে কোনও ভূমিকাই নেয়নি। যদিও পুলিশের দাবি, তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আবার স্বাভাবিক প্রক্রিয়ায় বিডিও অফিসে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।