Wholesale inflation at 3 year low: তিন বছরে এই প্রথম, সর্বনিম্ন মূল্যবৃদ্ধি, পাইকারি বাজারে দাম কমছে

কিছুটা হলেও স্বস্তির।মে মাসে মূল্যবৃদ্ধির হার কমে গিয়েছে প্রায় ৩.৪৮ শতাংশ। তিন বছরে এই প্রথম এতটা কমল। সামগ্রিক পরিস্থিতিতে খাবার, জ্বালানি, উৎপাদনকারী সামগ্রীর দাম কিছুটা কমেছে। 

হোলসেল প্রাইস ইনডেক্স। অর্থাৎ পাইকারি ক্ষেত্রে দামের সূচক। সেটাও নিম্নগামী। এপ্রিল মাসে সেটা (-) ০.৯২ শতাংশ ছিল। এদিকে গত বছর মে মাসে এই WPI inflation ছিল ১৬.৬৩ শতাংশ।

এদিকে মে মাসে সবথেকে কমেছে এই হোলসেল প্রাইস ইনডেক্স। এটা হয়েছিল (-)৩.৪৮ শতাংশ। সেই ২০২০ সালের মে মাস থেকে এই পর্যন্ত এই হার সবথেকে কম বলে মনে করা হচ্ছে। মে মাসে খাদ্য় সামগ্রীর ক্ষেত্রে এই হার ছিল ১.৫১ শতাংশ। এপ্রিল মাসে ছিল ৩.৫৪ শতাংশ।

কিন্তু কেন আচমকা এভাবে মূল্যবৃদ্ধির হার ঝপাৎ করে কমে গিয়েছে? 

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, খনিজ তেল, ধাতব সামগ্রী, খাদ্য সামগ্রী, জামাকাপড়, অপরিশোধিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কেমিক্যাল ও কেমিক্যাল সামগ্রী এগুলির দাম কমতে শুরু করেছে। তার জেরে ২০২৩ সালের মে মাসে মূল্যবৃদ্ধির হার কমতে থাকে। 

এদিকে জ্বালানি ও শক্তিসম্পদের ক্ষেত্রে  মে মাসে ছিল (-) ৯.১৭ শতাংশ ও এপ্রিল মাসে ছিল ০.৯৩ শতাংশ। 

উৎপাদন ক্ষেত্রে জিনিসপত্রের মূল্য়বৃদ্ধিও নিম্নগামী। মে মাসে হার ছিল (-) ২.৯৭ শতাংশ। এপ্রিল মাসে এই হার ছিল (-) ২.৪২ শতাংশ। 

সব মিলিয়ে  মে মাসে পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স ভিত্তিক মূল্যবৃদ্ধি নেমে এসেছে -৩.৪৮ শতাংশে। অর্থাৎ পাইকারি বাজারে দাম ক্রমশ কমছে। আমজনতার কাছে এই খবর নিঃসন্দেহে প্রচন্ড গরমে দখিনা বাতাসের মতো। 

মূল্যবৃদ্ধির হারের এই পতনের জেরে স্বাভাবিকভাবে স্বস্তি পাবেন অনেকেই। ২০১৫ সালের নভেম্বর মাসের পর থেকে অর্থাৎ গত তিন বছরের মধ্য়ে এটাই সর্বনিম্ন WPI ভিত্তিক মূল্যবৃদ্ধি। এদিকে অনেকের মতে, কোভিড মহামারির সেই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। তার মধ্য়েই  এবার পাইকারি বাজারে দাম কমছে। অন্য়দিকে খাদ্যশস্য়ের দামেও লাগাম টানার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। খুচরো বাজারেও মূল্যবৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে বলে খবর। 

সামনের বছর লোকসভা ভোট। তার আগে জিনিসপত্রের দাম কমানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার। এসবের মধ্য়েই এল স্বস্তির খবর। তবে বাজারের এই পরিস্থিতি কতদিন থাকে সেটাই এখন দেখার।