‘রাহানের মতো কাউকে নিয়েছিল কি?’ বিশ্বকাপে বাদ পড়া নিয়ে বোমা ফাটালেন রায়ডু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর আইপিএল (IPL 2023) খেলেই সবরকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের (CSK) সদস্য ছিলেন তিনি। তবে আম্বাতি রায়ডু এখনও ভুলতে পারেননি ২০১৯ বিশ্বকাপের কথা ( ICC World Cup 2019)। অলরাউন্ডার বিজয় শংকরের (Vijay Shankar) জন্য রায়ডু সুযোগ পাননি বিশ্বকাপের দলে। এমএসকে প্রসাদের (MSK Prasad) নির্বাচক কমিটি জানিয়েছিল যে, তারা বিজয়কে দলে নিয়েছেন থ্রিডি ক্রিকেটার (3D Cricketer) হিসেবে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া না নিয়ে ফের একবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রায়ডু। তিনি বলেছেন, ‘দেখুন ওরা নির্বাচকরা কি রাহানের মতো কাউকে নিয়েছিল, বা ওরই মতো অভিজ্ঞ ও সিনিয়র কাউকে নিলে নাহয় বুঝতাম। সবাই চায় ভারত জিতুক। ওরা কোন কারণে আমাকে দলে নেয়নি, সেটা ওরাই জানে। কিন্তু আমার বক্তব্য় হচ্ছে, আমার বদলি হিসেবে যাকে নেওয়া হবে, সে যেন দলের সাহায্যে লাগে। এখানেই আমার রাগ হয়েছিল। বিজয় শংকর নিয়ে আমার কোনও সমস্যা নেই। ও আর কী করবে? ও ওর ক্রিকেট খেলছিল। কিন্তু আমি বুঝতে পারিনি যে, নির্বাচকরা বিশ্বকাপের জন্য দল বানাচ্ছেন নাকি কোনও সাধারণ লিগ ম্যাচের জন্য? টিম নির্বাচন একজনের কাজ নয়। কিছু মানুষ টিম ম্যানেজমেন্টেও রয়েছে। হয়তো তাদের জন্য। আসলে হায়দরাবাদের একজন ভদ্রলোক ছিলেন। হয়তো আমাকে উনি পছন্দ করতেন না অতীতের কিছু ঘটনার জন্য়। অন্য় ভাবে দেখেন। এসব মানুষকে নিয়ই আবর্তিত হয়েছে আমার কেরিয়ার।’

আরও পড়ুন: Ravichandran Ashwin: বিশ্বযুদ্ধে তিনি ছিলেন ব্রাত্য! তবুও বিশ্বের এক নম্বর অশ্বিন, জানিয়ে দিল আইসিসি

রায়ডু বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে ট্যুইট করেছিলেন যে, এবার তাঁকে থ্রিডি গ্লাস পরেই বিশ্বকাপ দেখতে হবে। এই প্রসঙ্গে রায়ডু বলছেন, ‘সবাই বিজয় শংকরের ওপর চড়াও হয়েছিল। কিন্তু আমার একেবারেই সেই অভিপ্রায় ছিল না। আমি নির্বাচকদের লজিক আর ভাবনা বুঝতে পারিনি। আমাকে সরিয়ে আমার মতো কাউকে আনার কথা ছিল। কী করে একজন ছয় ও সাতে ব্য়াট করা প্লেয়ারকে চারে নামাতে পারো? বিজয় শংকর ও এমএসকে প্রসাদের সঙ্গে আমার ব্য়ক্তিগত কোনও ইস্যু নেই। বিশ্বকাপের আগে আমি নিউজিল্যান্ডেই খেলেছি। ওই পরিবেশেই দারুণ প্রস্তুতি নিয়েছিলাম। তবে আমি কেন দলে সুযোগ পাইনি তা ওই মানুষগুলোই বলতে পারে।’ রায়ডুকে না নিয়ে বিজয়কে দলে নেওয়ার জন্য সোস্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)