Intercontinental Cup 2023: India Held To A Goal Less Draw By Lebanon, Coach Igor Stimach Happy Not To Concede Goal

ভুবনেশ্বর: ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup 2023) টানা তিন জয়ের হাতছানি ছিল ভারতীয় দলের সামনে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের কাছে আটকে গেল ভারত। বৃহস্পতিবারের ম্যাচে গোলশূন্য ড্র হল।

একাধিক সুযোগ নষ্ট করেছেন ভারতীয় ফুটবলাররা। তবে গোল খেতে না হওয়াটাকে ইতিবাচক হিসাবে দেখছেন জাতীয় দলের হেড কোচ ইগর স্তিমাচ। এই পারফরম্যান্সের পর কোচ স্টিমাচও আশাবাদী। তিনি বলেন, “আমরা রক্ষণে খুব ভালো করেছি। অনেক সুযোগও তৈরি করেছি। এমনকী সুনীল শেষে নেমেও দুর্দান্ত একটা সুযোগ পেয়েছিল। আমরা ক্লিন শিট রাখতে চেয়েছিলাম, পেরেছি। কিন্তু গোল করতে হবে। অনেক কাজ বাকি। আগামী তিন দিনে সেগুলো করতে হবে আমাদের।” রবিবার ফাইনালে লেবাননের বিরুদ্ধেই খেলবে ভারত।

ফাইনালেও ভারতের সঙ্গে লড়াই হবে লেবাননের। ৩ ম্যাচের শেষে ৫ পয়েন্ট লেবাননের। প্রথম ম্যাচে ভানুয়াটুকে ৩-১ গোলে হারালেও পরের দুটি ম্যাচই ড্র করেছে তারা। 

বৃহস্পতিবারের ম্যাচে অবশ্য শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। তবে আসল কাজটাই হয়নি। গোল পায়নি ভারত। বরং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হাজির হাজার কয়েক দর্শক দেখলেন, সুযোগ নষ্টের প্রদর্শনী চলল। একাধিক গোল করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। কিন্তু কেউই লক্ষ্যভেদ করতে পারেননি। ম্যাচ শেষ হয় ০-০ ফলে।

লেবাননের সঙ্গে সুনীলদের ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। কারণ, ইন্টারকন্টিনেন্টাল কাপে এই দুই দলই সমান শক্তিধর। লেবাননের ফিফা ব়্যাঙ্কিং ৯৯। ভারতের ১০১। ফলে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা ছিলই। তবে ম্যাচের আগে লেবাননের ওপর থেকে কিছুটা চাপ কমিয়ে দেয় ভানুয়াটু। দিনের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়ে। গোলটি অবশ্য আত্মঘাতী। মঙ্গোলিয়া কোনওভাবে জিতে গেলে লেবাননের সমান ৪ পয়েন্ট হয়ে যেত। যদিও গোলপার্থক্যে এগিয়ে ছিল লেবাননই। তবে ভানুয়াটু জেতায় ঠিক হয়ে যায় যে, লেবানন ভারতের কাছে হারলেও ফাইনালে যাবে। ভারতের সঙ্গেই।

 


ভারতীয় দল: অমরিন্দর সিংহ (গোলকিপার), আনোয়ার আলি, সন্দেশ ঝিংগান, আকাশ মিশ্র, নিখিল পূজারী (রাহুল ভেকে), অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ (নাওরেম মহেশ সিংহ), উদান্ত সিংহ (সুনীল ছেত্রী), লালিয়ানজুয়ালা ছাংতে, আশিক কুরুনিয়ান (রহিম আলি), জিকসন সিংহ।