Malware in popular apps: তুমুল জনপ্রিয় এই অ্যাপগুলিতেও রয়েছে ম্যালওয়ার! এক্ষুণি ডিলিট করুন

বিশ্বের অর্ধেকেরও বেশি মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। কিন্তু অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় দুর্বলতা হল, প্রায়শই নানা ম্যালওয়্যার ও ভাইরাল হানার ঝুঁকির মুখে পড়ে এই অপারেটিং সিস্টেম।

আবার এমন অনেক অ্যাপও রয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার, স্পাইওয়্যার ঢুকিয়ে দিচ্ছে প্রতারকরা। এই ধরনের বেশ কিছু অ্যাপের বিষয়ে সতর্ক করে দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। এমন সংক্রামিত অ্যাপ যত দ্রুত সম্ভব ফোন থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছেন তাঁরা।

ভয়ের বিষয় হল, এতদিন এই অ্যাপগুলি Google Play স্টোরে ছিল। ফলে বহু অ্যান্ড্রয়েড ফোনেই এই অ্যাপ ইনস্টল করা রয়েছে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে।

গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপগুলি সরানো হয়েছে, তাতে ‘স্পিনওক’ নামের এক স্পাইওয়্যার মডিউল পাওয়া গিয়েছে। অর্থাৎ এই অ্যাপগুলির সাহায্যে ব্যবহারকারীদের ডিভাইস টার্গেট করা হচ্ছে। এর মাধ্যমে তাঁদের ফোনে আড়ি পাতা হচ্ছে। তাঁদের প্রত্যেক কার্যকলাপ ট্র্যাক করা যাবে এই স্পাইওয়্যারগুলির মাধ্যমে।

এমনিতে এই অ্যাপগুলি দেখলে সেগুলি যে সংক্রামিত, তা বোঝার কোনও উপায় নেই। কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার নিশ্চুপভাবে চলতে থাকে। সব মিলিয়ে এই অ্যাপগুলি মোট ৪২০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

ফলে আপনার ফোনে এই অ্যাপগুলি থাকলে অবশ্যই ডিলিট করুন:

Noizz: মিউজিক ভিডিয়ো এডিটর-

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ১০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপের নাম থেকেই স্পষ্ট যে এর মাধ্যমে ভিডিয়ো এডিটিং করা যায়। এই অ্যাপে, AI-এর মাধ্যমে ভিডিয়োতে ফিল্টার, এফেক্ট এবং মিউজিক বসানো যায়।

Zapya – ফাইল ট্রান্সফার, শেয়ার

এই অ্যাপে বিভিন্ন প্ল্যাটফর্মে সহজে ফাইল ট্রান্সফারের অপশন করা যায়। এই অ্যাপও ১০০ মিলিয়নেকও বেশি ডাউনলোড হয়েছে।

VFly: ভিডিয়ো এডিটর অ্যান্ড ভিডিয়ো মেকার

৫০ মিলিয়ন বারেরও বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপের। এই ভিডিয়ো এডিটরে একাধিক স্পেশাল এফেক্ট দেওয়ার অপশন রয়েছে।

MVBit MV ভিডিয়ো স্ট্যাটাস মেকার

– এটি একটি ভিডিয়ো এডিটিং অ্যাপ। ইউজাররা এতে বেশ কিছু এডিটিং টুল পাবেন। এই অ্যাপ ৫০ মিলিয়নেরও বেশিবার ডাউনলোড হয়েছে।

Biugo – ভিডিয়ো মেকার অ্যান্ড ভিডিয়ো এডিটর

– এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা মজার এবং বিভিন্ন রঙের থিমের ভিডিয়ো তৈরি করতে পারবেন। এই অ্যাপে প্রচুর টেমপ্লেট এবং এফেক্ট দেওয়া যায়। ৫০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

এছাড়াও এই তালিকায় ক্রেডি ড্রপ, CashEM, টিক, Vibe Tik, মিশন গুরু ব্রেন বুস্ট, ডোমিনো মাস্টার অ্যাপগুলির নাম রয়েছে। ফলে আপনার ফোনে এর মধ্যে কোনওটি থাকলে তা আনইনস্টল করে নেওয়াটাই শ্রেয়। আরও পড়ুন: ‘মেয়ের বয়সী’ অভনীতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে নওয়াজ! তুঙ্গে বিতর্ক

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup