Salem Spartans Bowler Abhishek Tanwar leaks 18 runs in only one ball, video gone viral

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুবরাজ সিং (Yuvraj Singh), রবি শাস্ত্রী (Ravi Shastri) ব্যাট থেকে ছয় বলে ছয় ছক্কা সবাই দেখেছেন। কিন্তু তাই বলে মাত্র এক বলে ১৮ রান! এমনই অবাক কাণ্ড ঘটে গেল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (Tamil Nadu Premier League 2023)। সালেম স্পার্টান্সের (Salem Spartans) অধিনায়ক অভিষেক তানওয়ার (Abhishek Tanwar) অকাতরে রান বিলিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতেও সময় লাগেনি। 

সালেম স্পার্টান্সের জার্সিতে ইনিংসের শেষ ওভারে বল করছিলেন অভিষেক। ইনিংসের শেষ ওভারের শেষ বলে ঘটিয়েছেন এমন অবিশ্বাস্য ঘটনা। সাধারণত এক ওভারে যেখানে ১৮ রান হয়ে থাকে, সেখানে একটি বলেই পাঁচ-দশ নয়, একেবারে ১৮ রান দিয়ে বসলেন তিনি। এমনটাও যে সম্ভব, ভিডিয়ো চোখে না দেখলে বিশ্বাস করাই দায়। সেই ওভারের প্রথম ৫ বলে আট রান দিয়েছিলেন তানওয়ার। কিন্তু শেষ বলটি যেন শেষই হতে চাইল না। তিনটি নো, দুটি ছক্কা, দুটি রান এবং একটি ওয়াইড দিয়ে শেষ হয় একটি ডেলিভারির। 

কিন্তু শেষ বলে কীভাবে ১৮ রান দিলেন অভিষেক? 

২০তম ওভারের শেষ বলটি প্রথমে নো করেন অভিষেক। সেই বলে ব্যাটার বোল্ড হন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান তিনি। পরের বলটি ছিল ফ্রি হিট। সেই বলেও নো করেন তিনি। ব্যাটার ছক্কা মারেন। তার পরের বলটিও নো করেন অভিষেক। সেই বল থেকে ২ রান আসে। তার পরের বলটি হয় ওয়াইড। অবশেষে পরের বলটি বৈধ বল হয়। কিন্তু সেই বলেও ছক্কা মারেন ব্যাটার। সব মিলিয়ে শেষ বলে আসে ১৮ রান। শেষ ওভারে ২৬ রান দেন অভিষেক।

আরও পড়ুন: EXCLUSIVE, Sushant Singh Rajput And MS Dhoni: সুশান্তের মৃত্যুতে খুব ভেঙে পড়েছিলেন মাহি, জানালেন ধোনির বায়োপিকের পরিচালক নীরজ পান্ডে

আরও পড়ুন: Virat Kohli: আইসিসি চ্যাম্পিয়নশিপে অচল বিরাট আপনি কি শুধু আইপিএল-এর ‘কিং’?

অভিষেকের কীর্তি দেখে হতভম্ব দর্শকরাও। চিপক সুপার গিল্লিরের হয়ে ব্যাট হাতে সঞ্জয় যাদবও নিজের চোখকে কতখানি বিশ্বাস করতে পেরেছেন, সন্দেহ। এমন বিভীষিকার ডেলিভারি মনে রাখতে চাইবেন না অভিষেক। কিন্তু খেলার মাঠে কখন কী হয়, কে বলতে পারে। তবে অভিষেককে তুলোধোনা করতে ছাড়েননি ক্রিকেটপ্রেমীরা। যিনি পরপর নো বল করেন, এমন অধিনায়কের দলে সুযোগ পাওয়ার যোগ্য নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে।

এমন লজ্জাজনক পারফরম্যান্স করে অভিষেক নিজেও লজ্জিত। ম্যাচের শেষে তিনি বলেন, “নিজেকে ছাড়া আর কাকেই বা দোষ দেব! একজন সিনিয়র বোলার হিসেবে মাত্র এক বলে ১৮ রান দিলে তো ম্যাচ হারতেই হবে। আমার ভুলের জন্যই দলকে হারের মুখ দেখতে হল।” 

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সব থেকে বেশি রান দেওয়া বোলার অভিষেক নন। সেই রেকর্ড রয়েছে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের ক্লিন্ট ম্যাকের দখলে। ২০১২-১৩ মরসুমে হোবার্ট হারিকেন্সের ট্রাভিস বার্টের বিরুদ্ধে পর পর দু’টি নো বল করেন ম্যাকে। দু’টি বলেই ছক্কা মারেন বার্ট। পরের বৈধ বলটিতেও ছক্কা মারেন তিনি। অর্থাৎ, তিনটি ছক্কা ও দু’টি নো বল মিলিয়ে ২০ রান দিয়েছিলেন ম্যাকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)