Pak Terrorists killed in Kashmir: কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, খতম পাঁচ পাকিস্তানি জঙ্গি

ফের কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানি জঙ্গিদের। তবে সেই অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। পাঁচ পাক জঙ্গিকে খতমও করে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এবছর এই প্রথম কুপওয়ারা সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়। এই এনকাউন্টারের বিষয়ে কাশ্মীর পুলিশের ডিজি বিজয় কুমার এক টুইট বার্তায় লেখেন, ‘সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার শুরু হয় কুপওয়াড়া জেলার প্রকৃত নিয়ন্ত্রণরেখার জুমাগুন্ড এলাকায়। সেখানে পাঁচ বিদেশি জঙ্গিকে খতম করা হয়েছে এনকাউন্টারে।’

পুলিশের তরফে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়েই সেনা এবং পুলিশের জওয়ানরা কুপওয়াড়া জেলার প্রকৃত নিয়ন্ত্রণরেখার জুমাগুন্ড এলাকায় তল্লাশি অভিযান চালু করেছিল। সেই সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সময় জওয়ানরা অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পালটা গুলি চালায় জঙ্গিরাও। তবে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সামনে দাঁড়াতে পারেনি পাক জঙ্গিরা। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মৃত্যু হয় পাঁচ জঙ্গির। এদিকে কোনও বিশেষ মিশন নিয়ে এই পাঁচ জঙ্গি ভারতে আসছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। অপরদিকে এই জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে পাক সেনা বা আইএসআই-এর মদত ছিল কি না, তাও জানা যায়নি স্পষ্ট ভাবে। 

এর আগে গত মঙ্গলবারে কুপওয়াড়ার মাছিল এলাকাতেই দুই অজ্ঞাত পরিচয় জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। সেই ঘটনায় মৃত জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং গোলা-বারুদ উদ্ধার করে। এর মধ্যে দু’টি একে-৪৭ রাইফেল ছিল। সঙ্গে চারটি গ্রেনেডও উদ্ধার করেছিল পুলিশ। এর আগে গত ১৩ মে কাশ্মীরের উরি সেক্টরে একটি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেদিনের অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদক এবং পাকিস্তানি মুদ্রা বাজেয়াপ্ত করেছিল পাচারকারীদের কাছ থেকে। এর আগে গত ৬ মে কুলগামের এক লস্কর জঙ্গিকে খতম করা হয়েছিল বারামুল্লা জেলার করহামা গ্রামে। অপরদিকে ৪ মে দক্ষিণ কাশ্মীরে সেনা-জঙ্গির এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যু হয়েছিল।