Viral video: হাতি দু’পা ধাওয়া করতেই চোঁচা দৌড় মারল বাঘ! বিশ্বাস হচ্ছে না? দেখে নিন ভিডিয়ো

প্রাণের ভয় সবারই রয়েছে। আর বাঘের মুখে পড়লে তো কথাই নেই। যত দ্রুত সম্ভব যে কেউ নিরাপদ দূরত্বে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপরেও বাঘের সঙ্গে সবসময় পাল্লা দেওয়া যায় না। তাই নরখাদকের মুখে পড়ে অনেকেই অকালে প্রাণ হারায়। তবে প্রকৃতি বড়ই বিচিত্র। সবসময় একই চালে প্রকৃতি চলে না। মাঝে মাঝে তার নিয়মও উল্টে যায়। সম্প্রতি একটি ভিডিয়োতে সেই দৃশ্যই দেখা গেল। বাঘের মতো দাপুটে প্রাণীও ভয় পায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এল এবার। সম্প্রতি সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে বাঘকে রীতিমতো ল্যাজ তুলে চোঁচা দৌড় মারতে দেখা গেল। কীসে এত ভয় পেল সে? আসলে তাকে শুধু দু’পা এগিয়ে গিয়ে ধাওয়া করা হয়েছিল।

আরও পড়ুন: ঠিক যেন নাসপাতি! কিডনি থেকে বার করতেই গিনিসে নাম উঠল শ্রীলঙ্কার চিকিৎসকরা

আরও পড়ুন: মানুষকে নাকি এই কাজ করতে শিখিয়েছিল বনমানুষরা! দাবি কেমব্রিজের বিজ্ঞানীদের

টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সমাজ মাধ্যমে মাঝে মাঝেই নানা ভিডিয়ো পোস্ট করা হয়‌। সেই ভিডিয়োতে জঙ্গলের বিভিন্ন প্রাণীর কার্যকলাপ দেখা যায়। এই দিনের শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, একটি হাতি জল খাচ্ছে একটি ছোট জলাশয়ে। সেই সময় সেখানে এসে পৌঁছায় বাঘটি। বাঘটি সেই সময় জল খেতেই এসেছিল। কিন্তু হাতির জন্য আর জলে নামার সাহস পায়নি সে। প্রথমে দূর থেকেই হাতিকে লক্ষ করে। তারপরেই হাতি দেখতে পায় বাঘকে। আর প্রায় সঙ্গে সঙ্গেই উঠে আসে জল থেকে। ধীর পায়ে উঠে এসেই এগিয়ে যায় বাঘের দিকে। কয়েক পা এগিয়ে শুঁড় তুলে আওয়াজ করতেই চোঁচা দৌড় মারে বাঘটি।

ভিডিয়োটি কোনও এক অভয়ারণ্যে তোলা।‌ যিনি ভিডিয়োটি করেছেন, তার ফোনও সে সময় বাজছিল। তবে তাতে হাতির আওয়াজ খুব একটা চাপা পড়েনি। ভিডিয়োটি সমাজ মাধ্যমে শেয়ার করার পর প্রচুর কমেন্ট ও লাইক পড়তে থাকে‌। একের পর এক নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। এক নেটিজেন লেখেন,‘বাঘও তাহলে কাউকে না কাউকে ভয় পায়!’ আরেকজন ফোনের আওয়াজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন।‌ তিনি লেখেন,‘ফোনের আওয়াজটা বড্ড বেমানান। ফোন ব্যান করে দেওয়া উচিত।’ তবে এসবের পাশাপাশি হাতির প্রশংসাতেও অনেকে পঞ্চমুখ হয়ে ওঠেন। হাতির সাহস দেখে প্রশংসা করেন অনেকে।