Bangladesh beat Afghanistan by record 546 runs

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে দাপটের সঙ্গে পারফর্ম করে ইতিহাস গড়ল বাংলাদেশ (Bangladesh)! মাত্র চার দিনে দুর্বল আফগানিস্তানকে (Afghanistan) ৫৪৬ রানের ব্যবধানে হারিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেললেন লিটন দাস (Litton Das), নাজমুল হোসেন শান্তরা (Najmul Hossain Shanto)। আর এমন জয়ের ফলে এবার অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ডের (England) তালিকায় নাম লেখাল টাইগার্সরা। 
 
ইনিংসে জয় বাদ দিলে শুধু রানের হিসাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম জয়। এবং এই শতাব্দীতে সবচেয়ে বড় জয়। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এর ঠিক ছয় বছর পর,  বদলা নেয় অস্ট্রেলিয়া। ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অজিরা। অস্ট্রেলিয়ার সেই জয়ের পরই বাংলাদেশের এই জয় ব্যবধানের নিরিখে তৃতীয় বৃহত্তম।

আরও পড়ুন: Shahid Afridi: বাবর আজমদের আহমেদাবাদে খেলার পরামর্শ দিয়ে পিসিবি-কে দুষলেন নির্বাচক প্রধান আফ্রিদি

আরও পড়ুন: ICC ODI World Cup 2023: অচলাবস্থা কাটেনি, ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে পাক সরকারের দিকে বল ঠেলে দিল পিসিবি

মিরপুরে বাংলাদেশ দু’ইনিংসে করেছে যথাক্রমে ৩৮২ রান এবং ৪ উইকেটে ৪২৫ রান। জবাবে আফগানিস্তানের দু’ইনিংসে রান ১৪৬ এবং ১১৫। দুই ইনিংসেই শতরান করেছেন নাজমুল হোসেন শান্ত! তিনি প্রথম ইনিংসে করেন ১৭৫ বলে ১৪৬ রান। মেরেছিলেন ২৩টি চার ও ২টি ছক্কা। এরপর দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এসেছে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস। ১৫১ বলের এই ইনিংসে মেরেছেন ১৫টি চার। এছাড়াও দ্বিতীয় ইনিংসে ১৪৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন মমিনুল হক। 

আফগানিস্তান দল টেস্ট ক্রিকেটে নিতান্তই নাবালক। তার উপরে আবার আইপিএলে যেসব তারকা সুযোগ পেয়েছিলেন, সেই রশিদ খান, মুজিবদের বাদ দিয়ে বাংলাদেশে টেস্ট ম্যাচটি খেলতে গিয়েছিলেন আফগানরা। স্বাভাবিকভাবেই আফগান দল আরও দুর্বল হয়েছে। তবে তাতে বাংলাদেশের কৃতিত্বকে খাটো করে দেখা ঠিক হবে না। কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশও এখনও নিজেদের সেভাবে প্রতিষ্ঠিত করে উঠতে পারেনি। অন্তত বাকি টেস্ট খেলিয়ে দেশগুলির তুলনায় তাঁরাও নাবালকই। তাই জয় যে টাইগার্সদের তৃপ্তি দেবে, সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)