Instaram latest updates: Instagram-এ ১ সপ্তাহেই দু’টি বড় বদল! আপনার কী কী সুবিধা হবে?

বৃহস্পতিবার ভারতে নতুন ব্রডকাস্ট চ্যানেল লঞ্চের ঘোষণা করল ইনস্টাগ্রাম। মেটা অধীনস্থ সংস্থা জানিয়েছে, এর মাধ্যমে সরাসরি ফলোয়ারদের সঙ্গে কানেক্ট করা যাবে।

ইনস্টাগ্রামের বিবৃতি অনুসারে , ব্রডকাস্ট চ্যানেলের মাধ্যমে ক্রিয়েটররা তাঁদের সমস্ত ফলোয়ারদের ইনভাইট করতে এবং বিভিন্ন আপডেট দিতে পারবেন। এর পাশাপাশি ক্রিয়েটররা ভয়েস নোট পাঠাতেও এই ফিচারের ব্যবহার করতে পারবেন। ‘বিহাইন্ড দ্য সিনস’ ভিডিয়ো পোস্ট করা যাবে। এছাড়া ফলোয়ারদের মতামত নেওয়ার জন্য একটি পোল করারও অপশন রয়েছে। আরও পড়ুন: তথ্য পাচারের দায়ে ১৩০ কোটি মার্কিন ডলার জরিমানা হল Meta-র

ব্রডকাস্ট চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পরে ক্রিয়েটররা তাঁদের ইনস্টাগ্রাম ইনবক্সের মাধ্যমে প্রাথমিক মেসেজ পাঠাতে পারবেন। যথন সেই মেসেজ পাঠাবেন, সঙ্গে সঙ্গে তাঁদের ফলোয়াররা চ্যানেলে যোগ করার রিকোয়েস্ট করে একটি নোটিফিকেশন পাবেন। তবে শুধু ফলোয়াররা নয়। যে কেউ ব্রডকাস্ট চ্যানেল যোগ দিতে পারেন। এর কনটেন্টও অ্যাক্সেস করা যাবে। 

চলতি সপ্তাহেই ইনস্টাগ্রামে আরও একটি নতুন ফিচার যোগ হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে নোট নামে একটি নতুন ফিচার যোগ করা হয়। তারপর থেকে ক্রমেই এটি আরও আকর্ষণীয় করার বিষয়ে কাজ করছেন মেটার ডেভেলপাররা।

সময়ের সঙ্গে এই ফিচার আরও জনপ্রিয় হয়েছে। আর সেই কারণেই চলতি সপ্তাহে Instagram-এ আরও একটি দুর্দান্ত ফিচার যুক্ত হয়েছে। এবার থেকে ইনস্টাগ্রাম নোটে ইউজাররা তাঁদের পছন্দের কোনও গানের ৩০ সেকেন্ডের ক্লিপও যুক্ত করতে পারবেন।

ইনস্টাগ্রামের মেটা চ্যানেলে এই নয়া ফিচারের ঘোষণা করেন, খোদ সংস্থার সিইও মার্ক জুকারবার্গ। মঙ্গলবার ভিডিয়ো বার্তায় তিনি বলেন, এবার থেকে ইনস্টাগ্রামে নোটে আপনার প্রিয় গানের ৩০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপযুক্ত করতে পারবেন। আরও পড়ুন: এবার Facebook ও Instagram-এও নীল টিক ব্যাজের জন্য প্রতি মাসে মোটা টাকা লাগবে

ইনস্টাগ্রাম নোটের সবচেয়ে মজার বিষয় হল, এগুলি কেবল ডিএম উইন্ডোতেই দেখা যায়। এতে অক্ষর সীমা ৬০। ফলে ব্যবহারকারীরা ঘনঘন সেটি পরিবর্তন বা আপডেট করতে পারবেন। ফলে ঠিক যেভাবে স্ট্যাটাস আপডেট করা হয়, তেমনই স্টোরির আকারে আপনার বার্তা দেখা যাবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup