Farmers’ Daughters Become IAF Officers: আকাশ ছুঁল কৃষক তনয়া, বায়ুসেনার অফিসার পদে নিয়োগ দুই তরুণীর

আকাশ ছুঁলেন পঞ্জাবের দুই কৃষকের মেয়ে। ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন দু’জন। শনিবার তাঁদের কমিশন করা হয় বায়ুসেনায়। অফিসার পদে নিযুক্ত দুই তরুণীর নাম ইভরাজ কউর এবং প্রভসিমরন কউর। দু’জনেই মোহালির মাই ভগো আর্মড ফোর্স ইনস্টিটিউট ফর গার্লসের প্রাক্তনী। তাঁদের বাবারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। গতকাল ইভরাজকে ডুন্ডিগল এবং প্রভসিমরনকে হায়দরাবাদে বায়ুসেনার অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়া পঞ্জাবের আরও চার তরুণ বায়ুসেনায় অফিসার পদে নিযুক্ত হয়েছেন গতকাল।

রিপোর্ট অনুযায়ী, ফ্লাইং অফিসার ইভরাজ কউরের বাবার নাম জসপ্রীত সিং। তিনি পঞ্জাবের রূপনাগরের কৃষক। ইভরাজ বায়ুসেনার ফ্লাইং শাখার হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ দেবেন। এদিকে ফ্লাইং অফিসার প্রভসিমরনের বাবা হলেন পরমজিৎ সিং। তিনি পঞ্জাবের গুরুদাসপুরের কৃষক। প্রভসিমরন বায়ুসেনার এডুকেশন শাখায় যোগ দেবেন। এদিকে ইভরাজ এবং প্রভসিমরনের নিযোগের পর তাঁদের শুভেচ্ছা জানান পঞ্জাবের কর্মসংস্থান মন্ত্রী অমন অরোরা। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ‘বায়ুসেনার অফিসার পদে নিযুক্ত দ’জনেই কৃষকের গর্বিত তনয়া। এই দুই তরুণীর সাফল্য পঞ্জাবের ছোট শহর এবং গ্রামের শিশুদের সামরিক বাহিনীতে যোগ দিতে উৎসাহিত করবে। কমিশন্ড অফিসার হিসেবে জাতির সেবা করার সুযোগ পাবেন প্রান্তিক এলাকার তরুণরা।’

এদিকে অমন অরোরা মাই ভাগো আর্মড ফোর্স ইনস্টিটিউটেরও উল্লেখ করেন নিজের শুভেচ্ছা বার্তায়। প্রসঙ্গত, সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভরতির প্রস্তুতির জন্য মাই ভাগো আর্মড ফোর্স ইনস্টিটিউটে একটি নয়া প্রকল্প শুরু করেছে। সেই প্রতিষ্ঠানের দুই প্রাক্তনী বায়ুসেনার অফিসার হওয়ায় নিজের খুশি ব্যক্ত করেন অমন অরোরা। এদিকে মাই ভাগো আর্মড ফোর্স ইনস্টিটিউটের ডিরেক্টর মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জেএস সান্ধুও ইভরাজ এবং প্রভসিমরনের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। এদিকে মোহালির মহারাজা রণজিৎ সিং আর্মড ফোর্স প্রিপেরটরি ইনস্টিটিউট ফর বয়জ-এর চারজন ক্যাডেটও বায়ুসেনার অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই চার নবনিযুক্ত অফিসারের নাম – ইশান বক্সী, মানরাজ সিং সাহনি, হর্ষিত বক্সী, অরমানদীপ সিং সোধি। গত ১১ বছরে মহারাজা রণজিৎ সিং আর্মড ফোর্স প্রিপেরটরি ইনস্টিটিউটের ১৪০ জন ক্যাডেট অফিসার পদে নিযুক্ত হয়েছেন বায়ুসেনায়।