Kunal Ghosh on Governor’s Spending: সরকারি টাকায় পোশাক, সানগ্লাস কিনেছেন রাজ্যপাল? অডিটের দাবি কুণালের

রাজ্যপালের পোশাক ও সানগ্লাস কেনা নিয়ে বিস্ফোরক টুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এর সঙ্গে রাজ্যপালের জন্য বরাদ্দ অর্থ খরচের অডিট করানোর দাবি তোলেন কুণাল। এক টুইটে কুণাল লেখেন, ‘মহামান্য রাজ্যপাল কি নিজের পোশাক, স্যুট, সানগ্লাস, জুতো কিনেছেন সরকারি টাকায়? যদি এমনটা হয়ে থাকে, তাহলে তা অনৈতিক। তাঁর উচিত, নিজের পোশাক নিজের টাকায় কেনা। সরকার রাজভবনের জন্য যে অর্থ বরাদ্দ করে, তা কোন খাতে খরচ হয়, তার অডিট কার উচিত ঠিকভাবে। যদি এই অভিযোগ ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিতে প্রস্তুত।’

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। প্রথমে বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল নিয়োগ নিয়ে সরকারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় রাজভবনের। আবার সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক অশান্তির আবহে পথে নেমেছেন রাজ্যপাল। এর আগে নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগ থমকে গিয়েছিল রাজভবনে। এদিকে রাজনৈতিক হিংসার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। তবে সেই তলবে সাড়া দেননি রাজীব সিনহা। এই সবের মাঝে রাজভবনে চালু হয়েছে হেল্পলাইন নম্বর। খোলা হয়েছে ‘পিস রুম’। এই আবহে কুণালের এই আক্রমণ বেনজির।

এদিকে [email protected] এই ইমেল আইডিতে মেল করে রাজনৈতিক হিংসার অভিযোগ জানানো যাবে রাজভবনে। পরে সেই অভিযোগ নাকি নির্বাচন কমিশনকে জানাবে রাজভবন। এছাড়া 03322001641-এই নম্বরে ফোন করেও আপনি অভিযোগ জানাতে পারবেন। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুমে অভিযোগ জানানো যেতে পারে। অন্যদিকে রাজ্যপাল রবিবার মুর্শিদাবাদ যেতে পারেন বলে সূত্রের খবর। এর আগে রাজ্যপাল ভাঙড়ে গিয়েছিলেন। সেখানে আইএসএফ কর্মীরা তাঁর সঙ্গে কথা বলেছিলেন। নালিশ করেছিলেন পরিস্থিতি নিয়ে। রাজ্যপাল সেখানকার পুলিশ কর্তাদের সঙ্গেও কথা বলেছিলেন। স্বভাবতই এই সব ভালো চোখে দেখছে না রাজ্য সরকার। এদিকে মনোয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই পঞ্চায়েতের বলি হয়েছেন অন্তত ৬ জন। যদিও কমিশনের হিসেবে কেই মারা যায়নি রাজনৈতিক হিংসায়। এদিকে রাজ্য জুড়ে নাকি মাত্র ৬০টির মতো বোমা উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল নিজে ‘অ্যাকশনে’ নেমেছেন। যার জেরে ফের ধনখড় পর্বের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই।