Murder in US: লাইনে দাঁড় করিয়ে নিজের ৩ সন্তানকে পর পর গুলি, খুনের অভিযোগে ধৃত বাবা

হাড়হিম ঘটনার সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও। লাইনে দাঁড় করিয়ে নিজের তিন সন্তানকে গুলি করে খুন করল বাবা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। তিন সন্তানকে রাইফেল দিয়ে গুলি করে খুন করার কথা স্বীকার করেছে অভিযুক্ত। ওই ব্যক্তির নাম চ্যাড ডোরম্যান (৩২)। পুলিশ আরও জানতে পেরেছে, পরিকল্পনা করেই তিন সন্তানকে খুন করেছে অভিযুক্ত। সন্তানদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন অভিযুক্তের স্ত্রী।

ক্লারমন্ট কাউন্টি শেরিফের অফিস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ (আমেরিকার স্থানীয় সময়) এই হত্যার ঘটনা ঘটেছে। মৃত শিশুদের বয়স ৩, ৪ এবং ৭ বছর ছিল। পরিকল্পনা করে তাদের হত্যা করা হয়েছে। গুলি করার সময় অভিযুক্তের মেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং চিৎকার করে প্রতিবেশীদের গুলি করার কথা জানায়।

গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে হত্যার কথা জানায়। এছাড়া, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক গাড়ি চালক মেয়েটির চিৎকার শুনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে পৌঁছয়। সেখানে গিয়ে তিনজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ধৃতকে আদালতে তোলা হলে শুনানিতে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। অভিযোগ, ওই ব্যক্তি তিন সন্তানকে লাইনে দাঁড় করানোর পর যখন এক সন্তানের দিকে রাইফেল তাক করে তখন এক সন্তান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পিছু ধাওয়া করে তাকে আবার লাইনে দাঁড় করিয়ে দেয় ওই ব্যক্তি। এরপর একে একে তাদের গুলি করে খুন করে।

ছেলেদের বাঁচাতে গিয়ে মাও হাতে গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিনসিনাটির বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ডোরম্যানের কাছ থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁর স্ত্রী সেই সময় তাঁর হাতে গুলি লাগে। যদিও আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি।

পুলিশ জানায়, সন্তানদের গুলি করার পর বাড়ির বাইরে একটি বারান্দায় বসে ছিল অভিযুক্ত। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত স্বীকার করেছে, বেশ কয়েক মাস ধরে সন্তানদের হত্যার পরিকল্পনা করছিল ওই ব্যক্তি। তবে হত্যার কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।