Rishi Sunak: বুলেটপ্রুফ জ্যাকেট পরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে যোগ খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষির, গ্রেফতার ১০৫

ব্রিটেনের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি অভিবাসন নীতি নিয়ে বেশ কঠোর। সেদশের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান বারংবার এই নিয়ে সরব হয়েছেন। এই আবহে সেদেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান চালায় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই অভিযানেই বুলেটপ্রুফ জ্যাকেট পরে অংশ নেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। অভিযানে যোগ দেওয়া ঋষির ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এদিকে জানা গিয়েছে, এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০৫ জন বিদেশি নাগরিককে। প্রায় ২০টি দেশের নাগরিকদের গ্রেফতার করা হয় এদিনের অভিযানে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার উত্তর লন্ডনের ব্রেন্টে অভিযান চালিয়েছিল ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা। সেই অভিযানেই অংশ নিয়েছিলেন ৪৩ বছর বয়সি ঋষি। প্রসঙ্গত, আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির কঠোর অভিবাসন নীতি কার্যকর করা নিয়ে তৎপর ঋষি। এই আবহে মানুষের মনে দাগ কাটতে নিজেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে পথে নামলেন ঋষি। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর সরকার কোনও ভাবেই অবৈধ অভিবাসীদের রেয়াত করবে না।

এই আবহে ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান বলেন, ‘বেইনি ভাবে দেশে ঢোকা ব্যক্তিরা যদি এখানে কাডজ করে উপার্জন করেন, তাহলে তা আমাদের দেশের নাগরিকদের জন্য ক্ষতিকর। কারণ তারা ব্রিটিশ নাগরিকদের কাজ করার সুযোগ কেড়ে নিচ্ছে। এবং দেশকে কর দিচ্ছে না।’ ব্রেভারম্যান আরও বলেন, ‘আমাদের দেশের আইন ও সীমান্ত লঙ্ঘনকারীদের কোনও ভাবে রেয়াত করা হবে না। সেটা আমাদের প্রধআনমন্ত্রীই স্পষ্ট করে দিয়েছেন। আমরা জানি যে এখানে কাজ করার তাগিদে বহু মানুষ অন্য দেশ থেকে অবৈধ ভাবে ব্রিটেনে আসে। অনেক ঝুঁকি নিয়েই তারা ব্রিটেনে আসে। তবে আজকের এই অপারেশন থেকেই স্পষ্ট, ব্রিটিশ সরকার এই ক্ষেত্রে আর কোনও রকম ছাড় দেবে না।’

জানা গিয়েছে, বৃহস্পতিবারের অভিযানে বেআইনি ভাবে কাজ করা ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা। বিভিন্ন রেস্তোঁরা, গাড়ি পার্কিংয়ের জায়াগায় তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ৪০ জনকে অবিলম্বে ব্রিটেন থেকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে চলেছে ইমিগ্রেশন অফিস। জানা গিয়েছে, পুলিশ এবং ন্যাশাল ক্রাইম এজেন্সির সঙ্গে মিলে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার কাজ করছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিস।