ক্যান্সার – চিকিৎসায় চাই অনেক টাকা, তাই নরেন্দ্রপুরে ডাকাতি, দাবি অভিযুক্তের

নরেন্দ্রপুরের মিশন পল্লিতে বৃদ্ধের গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতির ঘটনায় সেদিনই তাঁর গাড়ির চালককে গ্রেফতার করেছিল পুলিশ। আর তাঁকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত স্বর্ণদ্বীপ ভট্টাচার্য জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসার অর্থ জোগাড় করতেই বন্ধুদের সাহায্যে ডাকাতির ছক কষেছিলেন তিনি। অভিযুক্তের এহেন স্বীকারোক্তিতে এখন তাঁর শাস্তি নিয়ে আতান্তরে পুলিশ।

শনিবার মিশন পল্লি এলাকায় বৃদ্ধ বৃন্দাবন সিংহের বাড়িতে ডাকাতি হয়। বেশ কয়েক লক্ষ টাকা ও প্রায় ১০০ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা বাড়ি থেকে বেরোতেই চিৎকার জুড়ে দেন বৃদ্ধ। তখন স্থানীয়রা এক ডাকাতকে ধরে ফেলেন। জেরার মুখে সে জানায় বৃদ্ধের গাড়ির চালক স্বর্ণদ্বীপ ভট্টাচার্যের নির্দেশেই ডাকাতি করতে এসেছিল তারা। ওদিকে সেদিন বৃন্দাবনবাবুর স্ত্রী ও ছেলেকে নিয়ে দুর্গাপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন গাড়ির চালক। ফেরার সময় তাঁকে শক্তিগড় থেকে গ্রেফতার করে পুলিশ।

জেরায় ধৃত পুলিশকে জানিয়েছে, গত প্রায় ১০ বছর ধরে বৃন্দাবনবাবুর গাড়ি চালান তিনি। যার জেরে তাঁর পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছিলেন স্বর্ণদ্বীপবাবু। অসময়ে বৃন্দাবন বাবুর কাছ থেকে অর্থ সাহায্যও নিতেন। সম্প্রতি তাঁর ক্যান্সার ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা। কিন্তু ক্যান্সারের চিকিৎসার বিপুল ব্যায়ভার চালানো তাঁর পক্ষে সম্ভব ছিল না। ফলে বৃন্দাবনবাবুর কাছে তিনি হাত পাতেন। কিন্তু এবার আর বৃদ্ধ সাহায্যের হাত বাড়াননি। এর পরই তিনি জানতে পারেন, বাড়ি সংস্কারের জন্য বাড়িতে বেশ কিছু টাকা রেখেছেন বৃন্দাবন সিংহ। সেই টাকা হাতাতে বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করেন তিনি।

অভিযুক্তের দাবির সত্যতা যাচাই করছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আরও ৩ দুষ্কৃতীর খোঁজ চলছে।