Ban on extra marital affair: বিবাহ বহির্ভূত সম্পর্ক অফিসে নিষিদ্ধ! ফরমান জারি এই সংস্থার,নেটপাড়ায় শোরগোল

সংস্থায় কর্মরতরা কোনও রকমের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পারবেন না! কার্যত এমনই হুঁশিয়ারি দিয়েছে পূর্ব চিনের এক সংস্থা। সংস্থায় বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। সাফ বার্তায় ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যাতে পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা করা না হয়, তার জন্যই এমন নিষেধাজ্ঞা। এদিকে, সোশ্যাল মিডিয়ায় চিনা সংস্থার এহেন ফরমান নিয়ে জোর বিতর্ক!

এসসিএমপি মিডিয়া পোর্টালের খবর অনুযায়ী, যাতে সংস্থায় কাজের মান ভালো থাকে, আরও বেশি উৎপাদনশীল কাজ হয়, তার জন্য এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে, অফিসে কর্মীদের বিবাহ বহির্ভূত সম্পর্কের সঙ্গে কাজের উৎপাদনশীলতার কী যোগ রয়েছে, তা নিয়ে বিস্তর সওয়াল করছেন নেট নাগরিকরা? বিষয়টি নিয়ে কার্যত তুঙ্গে রয়েছে আলোচনা। প্রশ্ন উঠছে এই নিষেধাজ্ঞা কতটা বৈধ তা নিয়ে। জেঝিয়াং এলাকার ওই সংস্থার আসল নাম কি, তা জানা যায়নি। সংস্থার দাবি, বিবাহগত বিশ্বাসযোগ্যতা ধরে রাখার ক্ষেত্রে এমন বিধি কর্পোর্ট সংস্কৃতিতে আনা প্রয়োজন। যার হাত ধরে পরিবারগুলিকে রক্ষা করা যায়। এরফলে পারিবারিক বিবাদ কাজের জায়গায় প্রভাব ফেলে না। ফলে কাজের ক্ষেত্রে বাড়ে উৎপাদনশীলতা। সব মিলিয়ে ব্যক্তির কর্মক্ষমতা বেড়ে যায়।

চিনের ওই সংস্থা বলছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও  ‘মিস্ট্রেস’ সঙ্গে রাখা নিয়েও নিষেধাজ্ঞা রয়েছে সংস্থার পুরুষ কর্মীদের বিরুদ্ধে। সংস্থা বলছে, যাঁরা এই নিয়ম ভাঙবে, তাঁরা কড়া শাস্তির মুখে পড়বে। এরফলে ‘সঠিক প্রেম’ এর প্রতি মূল্যবোধ থেকে যাবে কর্মীদের। সংস্থা এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘যাঁরাই এই বিধি ভাঙবেন, তাঁদেরই ছাঁটাই করা হবে। আশা করা হচ্ছে, সমস্ত কর্মীরা তাঁদের প্রেমের প্রতি মূল্যবোধে সঠিক থাকবেন।’ বিজ্ঞপ্তিতে চারটি বিষয়ে ‘না’ রাখার কথা বলা হয়েছে। সেই চারটি বিষয় হল- কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক , কোনে অবৈধ সম্পর্ক, কোনও মিস্ট্রেস, আর ডিভোর্স। এই সমস্ত ক্ষেত্রগুলি যাতে কার্যকরি না হয়, তার জন্য কড়া বিধি লাগু হয়েছে। উল্লেখ্য, সদ্য চিনের এক তেল সম্পর্কিত সংস্থায় এক উচ্চ পদস্থ এক্সিকিউটিভ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এক ভিডিয়ো ক্লিপে দেখা যায়, এক মহিলার সঙ্গে তিনি ঘনিষ্ঠ। যে মহিলা তাঁর স্ত্রী নন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই, তাঁকে ছাঁটাই করা হয়। এরপরই চিনের এই সংস্থা নিয়েছে পদক্ষেপ।