Purba Medinipur, Paschim Medinipur Weather Update Get To Know About Weather Forecast Of Purba And Paschim Medinipur 19 June

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ সোমবার, সকালেই বৃষ্টির দেখা মিলবে জেলায়। সকাল থেকেই মেঘ দেখা যাবে আকাশে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এদিন। যদিও পূর্ব মেদিনীপুরে এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও তাপমাত্রা কিছুটা হলেও কম অনুভূত হবে। কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এদিন তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। বিকেলের দিকে এদিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সন্ধের পর আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৬ এর আশেপাশে থাকছে। সোমবার জেলায় হাওয়ার গতিবেগ ১৯-২০ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। জেলায় দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪২-৪৩ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
মঙ্গলবার সকালে অল্প রোদের দেখা মিলবে। বেলা বাড়লেই আকাশে মেঘ দেখা যাবে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওয়া বইবে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৯-২০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel-প্রায় ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-১১-এর আশেপাশে থাকবে। রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে।

আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ২৭ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৪টা ৫৭  মিনিটে।

পশ্চিম মেদিনীপুর:
সোমবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ২৩-২৪ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৬৩ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৫ শতাংশের কাছাকাছি থাকবে। রাতের দিকে আকাশ মেঘলা থাকবে।

মঙ্গলবার জেলার আকাশ মেঘলা থাকবে। সকাল থেকে কড়া রোদের দেখা মিলবে না। এদিন জেলার কিছু কিছু জায়গায় বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৩ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৯ শতাংশে। রাতের আকাশে মেঘ থাকবে।

আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator