দীর্ঘদিন ছিল না কারেন্ট, সাংসদ অভিষেককে জানাতে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘরে জ্বলল আলো

শত চেষ্টা করেও বাড়িতে মেলেনি বিদ্যুৎ সংযোগ। একাধিক জায়গাতে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতেই ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ এল বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে খুশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা মঞ্জিলা শেখ। বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় গরমের মধ্যেও কষ্টে কাটাতে হয়েছে মঞ্জুলাদের। তবে বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেলায় দীর্ঘদিনের সেই সমস্যার সমাধান হয়েছে।

গত ১৪ জুন জয়নগরের ঘিবড়হাট গ্রাম দিয়ে নবজোয়ারের রোড শো করে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসময় রাস্তার পাশে এসে দাঁড়ান মঞ্জিলা। তাঁকে দেখেই থমকে দাঁড়ান অভিষেক। এরপরে অভিষেককে সামনে পেয়ে নিজের দীর্ঘদিনের সমস্যার কথা জানান মঞ্জিলা। সেই সমস্যার কথা শুনে অভিষেক ব্যক্তিগত সচিব সুমিত রায়কে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন। এর পরে ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে যান মঞ্জিলা। 

অভিষেকের এরকম পদক্ষেপ কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন ওই গৃহবধূ। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য চেষ্টা করেছি। অনেক জায়গায় অভিযোগ জানিয়েছি, ঘুরেছি কিন্তু কোনও কাজ হয়নি। অভিষেকবাবুকে যেদিন সামনে পেলাম সেদিন নিজের সমস্যার কথা জানালাম। তারপর ৪৮ ঘণ্টার মধ্যেই বাড়িতে বিদ্যুৎ চলে এসেছে।’ 

দ্রুত সমস্যার সমাধান হওয়ায় খুশি মঞ্জিলা, তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের বাসিন্দারা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে নবজোয়ার কর্মসূচি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে অভাব অভিযোগের কথা শুনছেন।

গত দু’মাসে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যার সমাধান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  অভিষেকের এই কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের সমস্যা, সেতু সমস্যা, রাস্তাঘাটের সমস্যা থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট না পাওয়ার সমস্যার কথা বলেছেন সাধারণ মানুষ। সেই অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছেন। দ্রুত সমস্যার সমাধান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের একটি গ্রামে নবজোয়ার কর্মসূচিতে গিয়েছিলেন অভিষেক, সেখানে গ্রামবাসীরা কাজ সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ করেছিলেন। এরপরে তাঁদের কাস্ট সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছিলেন অভিষেক।