Covid-19 vaccine and heart attack: করোনা টিকার জেরে হার্ট-অ্যাটাক হয়েছে কমবয়সিদের? শীঘ্রই রিপোর্ট প্রকাশ করবে ICMR

করোনাভাইরাসের টিকার জেরে কি কমবয়স্কদের হার্ট-অ্যাটাক হচ্ছে? দুটি বিষয়ের মধ্যে কি কোনও যোগসূত্র আছে? বিষয়টি নিয়ে শীঘ্রই গবেষণার ফলাফল প্রকাশ করতে চলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। সর্বভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল রাজীব বহেল জানিয়েছেন যে গবেষকরা প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। যা শীঘ্রই জনসমক্ষে আনা হবে। আপাতত যে বিষয়গুলি জানা গিয়েছে, সেগুলির ক্ষেত্রে ‘পিয়ার রিভিউ’ (জনসমক্ষে প্রকাশের আগে যাচাই-পর্ব) প্রক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ওই গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইসিএমআরের ডিরেক্টর জেনারেল।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিএমআরের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, কমবয়স্কদের যে আচমকা মৃত্যু হচ্ছে, সেটার পিছনে কী কী কারণ আছে, স্বাভাবিক কারণেই মৃত্যু হচ্ছিল নাকি অন্য কোনও বিষয়ের সঙ্গে যোগসূত্র আছে, তা নিয়েই মোট চারটি গবেষণা চালানো হচ্ছে। ওই গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা করা হচ্ছে যে করোনার টিকার সঙ্গে কোনওভাবে আচমকা কমবয়স্কদের হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা আছে কিনা। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত কমবয়সিদের অটোপসি করা হচ্ছে নয়াদিল্লির এইমসে। সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে।

(বিস্তারিত পরে আসছে)