New Album To Be Released On Mountaineer Piyali Basak

সঞ্চয়ন মিত্র, সৌরভ বন্দ্য়োপাধ্যায়: গান ও কবিতায় পর্বতারোহী পিয়ালি বসাকের দুর্গম শৃঙ্গ জয়ের লড়াই তুলে ধরলেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায় (Bhuvan Chatterjee)। অ্য়ালবামের নাম ‘অপরাজিতা’। তাঁর লড়াইকে কুর্ণিশ জানানোর উদ্য়োগে খুশি পিয়ালি (Piyali Basak)। 

শৃঙ্গ জয়ের নেশা। সেই নেশায় বার বার দুর্গম পাহাড়ি পথে পাড়ি দেন পর্বতারোহী পিয়ালি। একেবারেই মসৃণ নয় তাঁর পথচলা। আর্থিক সমস্য়া তো রয়েইছে। সেই সঙ্গে পদে পদে প্রতিবন্ধকতাকে ঠেলে এগোতে হয়। তবে শৃঙ্গ জয়ের অমোঘ টানে বাধা হতে পারেনি কোনও প্রতিবন্ধকতাই।

ইতিমধ্যেই ছয়টি ৮ হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। চন্দননগরের পাহাড় কন্য়ার একের পর এক দুর্গম শৃঙ্গ জয়ের লড়াইকে গান ও কবিতায় তুলে ধরলেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Rath Yatra 2023: রথযাত্রার প্রাক্কালে নবযৌবন উৎসব, ভক্তদের ভিড় মাহেশে

অ্য়ালবামের নাম ‘অপরাজিতা’। অ্য়ালবামের স্লোগান, গানে গানে কবিতার ছন্দে অপরাজিতা ‘পিয়ালি’। গান গেয়েছেন প্রাক্তন ফুটবলারের স্ত্রী কাকলি চট্টোপাধ্য়ায়।

এ নিয়ে ভুবন বলেন, “ওঁর জীবন সংগ্রাম, ওঁর সাহস, ও হচ্ছে বাঙালির গর্ব। ভারতবর্ষের গর্ব তো বটেই। এটা আমি খুব অনুভব করি। ও আমাদের সব বাঙালির গর্ব। এরকম মেয়ে হোক প্রতিটি বাড়িতে। নিজের জীবনকে বাজি রেখে যে পাহাড়ে পৌঁছল সারা বিশ্বের মানুষের কাছে শিক্ষনীয় বিষয়।”

পিয়ালির ঝুলিতে রয়েছে অন্নপূর্ণা, মানাসুলু, ধৌলাগিরি , লোৎসে, মাকালুর মতো বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয়ের রেকর্ড। মাকালু শৃঙ্গ জয়ের পর মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে বিপর্যয়ের মুখে পড়েছিলেন। অক্সিজেন ছাড়াই প্রায় ২ দিন আটকে ছিলেন পাহাড়েই
পরে শেরপারা উদ্ধার করেন তাঁকে।

রেকর্ড গড়ে মৃত্য়ু মুখ থেকে ফিরেছেন পিয়ালি। তবে শৃঙ্গ জয়ের প্রতি অমোঘ টান এতটুকু কমেনি। ভবিষ্যতে আরও অনেক শৃঙ্গ জয় করতে চান ।  তাঁর লড়াইকে কুর্ণিশ জানানোর এই উদ্য়োগে খুশি তিনি। পিয়ালির বক্তব্য, “এত কঠিন পরিস্থিতিটা উনি এত সুন্দর ছন্দের মাধ্য়মে, এত ভাল ভাষার মাধ্য়মে কবিতা ও গানে তুলে ধরেছেন আমার খুব ভাল লেগেছে। আগামীদিনে হয়ত সারা পৃথিবীতে সারা দেশে ছড়িয়ে যাবে। আগামীদিনে হয় তো ছোটদের বইতে স্থান পাবে। এটা ইতিহাসে থেকে যাবে। এরকম পাওনা আমার জীবনে প্রথম। আমার খুবই ভাল লাগছে।” পিয়ালিকে নিয়ে গান ও কবিতা লিখতে পেরে খুশি ভুবনও।