Paschim Banga Diwas: ইতিহাস বিকৃত করার চেষ্টা হচ্ছে, পশ্চিমবঙ্গ দিবস পালন করে বললেন শুভেন্দু

বিধানসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তির প্রস্তাব পাশের দিনকে স্মরণে রাখতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করল বিজেপি। মঙ্গলবার বিধানসভা থেকে ময়দানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত পদযাত্রা করেন বিজেপি নেতা ও বিধায়করা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

২০২১ সাল থেকেই রাজ্যে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করে আসছে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবি মেনে এই দিন পশ্চিমবঙ্গের ভারতভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল বিধানসভায়। বিজেপির দাবি, যার ফলে বাঙালি হিন্দু তার আশ্রয় পেয়েছে। নইলে গোটা বাংলাই পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হত বলে দাবি তাদের।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে মিছিল করে বেরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির নীচে জড়ো হন বিজেপির নেতা ও বিধায়করা। তবে পঞ্চায়েত নির্বাচন সামাল দিতে জেলায় থাকায় বহু বিধায়কই এদিনের কর্মসূচিতে যোগদান করতে পারেননি। দেখা যায় জনা বিশেক বিধায়ককে। ছিলেন স্বপন দাশগুপ্তসহ বেশ কয়েকজন সাংসদকেও। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। আমরা ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব।’ এদিন রাজভবনেও পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিশুরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এই নিয়ে শুভেন্দুবাবু বলেন, রাজ্যপালের উদ্যোগ প্রণিধানযোগ্য। তবে এই অনুষ্ঠানের ব্যায়ভার রাজ্য সরকার গ্রহণ করবে বলে মনে হয় না। সম্ভবত রাজ্যপালকে নিজের গ্যাঁটের টাকায় অনুষ্ঠানের খরচ মেটাতে হবে।