Virat Kohli Yet Again Posts Another Cryptic Quote On His Social Media

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হেরে খেতাব হাতছাড়া করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এক দশকেরও বেশি সময় ধরে আইসিসি ট্রফি জেতেনি টিম ইন্ডিয়া। ফের একবার তীরে এসে তরী ডুবেছে টিম ইন্ডিয়ার (Team India)। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায়সই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটা বিরাট কোহলি (Virat Kohli)। সেই ধারা অব্যাহত।

সোশ্যাল মিডিয়ায় নিজের স্টোরিতে বিরাট কোহলি একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে রুপার্ট স্পিরার একটি উক্তি রয়েছে। তাতে লেখা, ‘যে খুশি খুঁজছো, তা আসলে তোমার মধ্যেই রয়েছে। ভালবাসা আখেরে আমাদের স্বত্ত্বা ভাগ করে নেওয়ার এক অনুভূতি।’

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রায় এক মাস পর ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের মাঠে নামবে ভারত। সেই সিরিজে বিরাট কোহলিকে ফের একবার ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে। সেই সিরিজের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের কসরতের একাধিক ভিডিও পোস্ট করেন কোহলি। সেই ভিডিওর ক্যাপশনও কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণই ছিল। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘অজুহাতের খোঁজ করুন, বা ভাল কিছু দেখুন।’

 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Test Championship Final) হারের পর থেকে তাঁকেও সমালোচনায় বিদ্ধ হতে চলেছে। দ্বিতীয় ইনিংসে যেভাবে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ক্যাচ আউট হয়েছেন, তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোলও হতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। খেলার মাঝে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়ে কোহলির খাওয়ার খাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই নিন্দুকেরা মুখ খুলেছিলেন। সম্ভবত তাঁদেরই নিশানা করে এই পোস্টটি করেন তিনি।  

কিছুদিন আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তাতে অ্যালান ওয়াটসের এক উক্তি রয়েছে। তাতে লেখা, ‘পরিবর্তন মানে বুঝতে হলে, তাতে অংশগ্রণ করতে হবে। পরিবর্তনের সঙ্গে এগিয়ে যেতে হবে, তার অংশ হতে হবে।’ বিগত এক দশক ধরে ভারতীয় দল কোনও আইসিসি খেতাব জেতেনি। একাধিকবার আইসিসির নক আউটে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে। এই নিয়ে নাগাড়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারল ভারত। তারপর কোহলির হতাশ হওয়াটাও স্বাভাবিক। নিজেকে উজ্জীবিত করতেই সম্ভবত বিরাট এই লাইনগুলি শেয়ার করছেন বলে মনে করছেন অনেকে।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লেখার দক্ষতা বাড়াতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে?