‘মোদী খুবই বিজ্ঞানমনস্ক’, বৈঠকের পর তারিফ জনপ্রিয় আমেরিকান বিজ্ঞানীর

বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমেরিকায় রয়েছেন মোদী। ২১ জুন থেকে ২৪ জুন সেখানেই থাকছেন ঠাসা কর্মসূচি নিয়ে। শুধু যোগ দিবসে বিশ্বের তাবড় তাবড় নেতাদের সঙ্গে যোগব্যায়াম করা নয়, তাদের সঙ্গে অন্যান্য বিষয়েও কথা হতে পারে বলে খবর। এরই মাঝে আমেরিকার জ্যোতির্পদার্থবিদ ও লেখক নেইল ডি গ্রাসে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। মোদীর বিজ্ঞান চিন্তার রীতিমতো তারিফ করলেন তিনি। নিউ ইয়র্কের মঙ্গলের সন্ধ্যায় দেখা হয় দুজনের। সেই অভিজ্ঞতাতেই অভিভূত নেইল। এই দিন সাক্ষাতের পর তিনি বলেন, ‘আমি খুবই খুশি নরেন্দ্র মোদীর মতো একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে।‌ তিনি বৈজ্ঞানিক ভাবনাতে পরিপূর্ণ এক মানুষ। তার সঙ্গে সময় কাটিয়ে বেশ ভালো লাগছে বলে জানান নিল।

আরও পড়ুন: ভারত মহাসাগর জুড়ে বিশাল বলয় গড়ল নৌবাহিনী, যোগদিবসে অনবদ্য এক ঘটনা

আরও পড়ুন: রাজস্থানের মরুতে হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ ভারতীয় সেনা, যোগদিবসের অন্যতম সেরা দৃশ্য

এই দিন মোদীকে নিয়ে কথা বলার শুরুতে নিজের বই থেকে কিছুটা পড়েও শোনান নিল। তাঁর লেখা ‘স্পেস ক্রনিকলস: ফেসিং দি আলটিমেট ফ্রন্টিয়ার’ থেকে কয়েকটি বাক্য তুলে ভূমিকা করেন। ফর মি দ্য স্কাই ইজ নট দি লিমিট অর্থাৎ আমার জন্য আকাশও কোন সীমা নয় — এমন শব্দবন্ধ দিয়েই মোদীকে নিয়ে বলতে শুরু করেন নিল। তার উদ্ধৃত করা কথাগুলি পরে আরেকটি কথার সঙ্গে মিলে যায়। নিল জানান, ভারতের যে অসীম সম্ভাবনা রয়েছে, তার সঙ্গেই এমন কথা খাটে‌। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী আমেরিকা সফরে ইতিমধ্যেই একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন‌।‌ এই তালিকায় নিলের পাশাপাশি রয়েছেন টুইটারের কর্তা ইলন মাস্ক, লেখক নিকোলাস নাসিম তালেব ও লগ্নিপতি রে ডেলিয়ো‌। নিল বলেন, তার সঙ্গে মোদী মহাকাশ নিয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন। টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্কের সঙ্গেও এই নিয়ে তাঁর কথাবার্তা হয়।

এর পাশাপাশি মোদীর সাম্প্রতিক ভাবনারও প্রশংসা করেন নিল। তাঁর কথায়, মোদী যেভাবে সাম্প্রতিক প্রযুক্তি নিয়ে আগ্রহী, তাতে ভারতের সামনে উন্নতির অসীম সম্ভাবনা রয়েছে‌। তিনি এও বলেন, একুশ শতাব্দীতে অনেক দেশের প্রধানই এই বিষয়গুলি নিয়ে ভাবছেন। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞান প্রযুক্তি ভীষণভাবে দরকার। একইসঙ্গে প্রয়োজন কারিগরি বিদ্যা ও অঙ্কের। নিলের বিশ্বাস, সে সব কিছু নিয়েই মোদী চিন্তা করেন।