Jinping-Blinken Meet: বেজিংয়ে জিনপিংয়ের সঙ্গে বৈঠক ব্লিনকেনের, ৩৫ মিনিট ধরে হল কথাবার্তা

মার্কিন সেক্রেটারি অফিস স্টেট দু’দিনের সফরে চিনে রয়েছেন। সেখানেই গতকাল বেজিংয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ৩৫ মিনিটের বৈঠক করেন অ্যান্টনি ব্লিনকেন। নিজেদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব মেটানোর লক্ষ্যেই ব্লিনকেনের এই সফর। টিয়ানানমেন স্কোয়ারের পঞ্চিমে অবস্থিত ‘গ্রেট হল অফ পিপল’-এ ব্লিনকেন এবং জিনপিংয়ের বৈঠক হয়। এদিকে জানা গিয়েছে, ব্লিনকেনের সফর নিয়ে জিনপিং মন্তব্য করেন, ‘এটা বেশ ভালো’। এদিকে জিনপিং বলেন, ‘একটি রাষ্ট্রের সঙ্গে অপর একটি রাষ্ট্রের কথোপকথনের ভিত্তি হল পারস্পরিক সম্মান এবং দায়বদ্ধতা। আমি আশা করছি আপনার (সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন) সফরের মাধ্যমে মার্কিন-চিন সম্পর্কের উন্নতির জন্য এগিয়ে আসবে আমেরিকা।’

এদিকে আমেরিকার সমস্যার কথা এই বৈঠকে তুলে ধরেছেন ব্লিনকেন। তিনি অভিযোগ করেন, উচ্চ পর্যায়ে কথোপকথন এড়িয়ে যায় চিন। তিনি বলেন, ‘চিনের সঙ্গে সামরিক পর্যায়ে আলোচনার জন্য আবেজন জানিয়েছিল আমেরিকা। এর ফলে অনেক সময়ই সংঘাত থামানো সম্ভব হতে পারে। তবে চিন এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি।’ এদিকে জানা গিয়েছে, ব্লিনকেন শিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে মানবাধিকার লঙ্গন নিয়েও কথা বলেছেন জিনপিংয়ের সঙ্গে। তাছাড়া চিনে মার্কিন নাগরিকদের আটকে রাখার বিষয়টিও উত্থাপিত করেছেন ব্লিনকেন। এছাড়া উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, ইউক্রেন যুদ্ধের বিষয় নিয়েও কথা হয় দু’জনের মধ্যে।

বিশ্বের দ’টি সর্ববৃহৎ অর্থনীতির পারস্পরিক দ্বন্দ্ব যে তাদের জন্য ভালো নয়, সেটাও ভালো করেই জানে বেজিং ও ওয়াশিংটন। তবে এরই মাঝে তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগর নিয়ে দীর্ঘদিন ধরেই চরম দ্বন্দ্ব আমেরিকা ও চিনের মধ্যে। এরই মাঝে বিগত পাঁচবছরে এই প্রথম কোনও মার্কিন উচ্চ পদস্থ কর্তা পা রাখেন চিনে। দুই দেশের সম্পর্ক যখন তালানিতে গিয়ে ঠেকেছে, তখনই সেখানে গেলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। কয়েক মাস আগে মার্কিন আকাশসীমায় চিনা ‘গুপ্তচর বেলুন’ দেখা গিয়েছিল। সেই বেলুনগুলিকে ধ্বংস করতে যুদ্ধবিমান মোতায়েন করেছিল আমেরিকা। এমনকী কানাডার আকাশেও এই ধরনের বেলুন দেখা গেলে তা খতম করে মার্কিন যুদ্ধবিমান। এই আবহে আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হয় চিনের। এই আবহে চার মাস আগে চিন সফরে আসার কথা থাকলেও ব্লিনকেন সেই সফর পিছিয়ে দেন। তবে এবার শেষ পর্যন্ত চিন সফরে গেলেন ব্লিনকেন।