India Turn Down Opportunity To Host World Champion Argentina For A FIFA Friendly, Know In Details

নয়াদিল্লি: বিভিন্ন দেশের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলতে সফর করছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina) দল। এশিয়া সফর করছে বিশ্বচ্যাম্পিয়নরা। চিনের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। তারপরই জাকার্তায় ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেন লা আলবিসেলেস্তেরা।

ভারতেও কি আসবেন মেসিরা? শুনলে অনেকে অবাক হতে পারেন। তবে ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মেসিরা। যদিও সেই সম্ভাবনা বাস্তবের আলো দেখছে না। বিশাল খরচের কথা ভেবে পিছিয়ে এসেছে ভারত!

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বিভিন্ন দেশে যাচ্ছে। মেসিদের ভারত সফরে আসার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে বিপুল খরচের জন্য পিছিয়ে আসে ভারত। জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব সাজি প্রভাকরণ।

সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আর্জেন্তিনা ফুটবল সংস্থা চেয়েছিল ভারতে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আয়োজন করতে। কিন্তু বিরাট খরচের জন্য পিছিয়ে আসতে বাধ্য হই আমরা। ভারতে এরকম ম্যাচ আয়োজন করতে গেলে আর্থিকভাবে শক্তিশালী কোনও পার্টনার দরকার ছিল। অ্যাপিয়ারেন্স ফি হিসাবে বিশাল অঙ্কের অর্থ দাবি করেছিল আর্জেন্তিনা এবং আমাদের যা অর্থনৈতিক অবস্থা, তাতে সেই খরচ বহন করা সম্ভব নয়।’

কত টাকা চেয়েছিল আর্জেন্তিনা? সূত্রের খবর, ৪-৫ মিলিয়ন ডলার চেয়েছিল আর্জেন্তিনা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫-৪০ কোটি টাকার কাছাকাছি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কোনও দেশে সফরে যাওয়ার জন্য অ্যাপিয়ারেন্স ফি হিসাবে বিশাল অঙ্ক দাবি করছে আর্জেন্তিনা। প্রথমে ভারত ও বাংলাদেশেই নাকি দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল আর্জেন্তিনা। কিন্তু অর্থের জন্য দুই দেশই পিছিয়ে আসায় চিন ও ইন্দোনেশিয়ায় খেলার সিদ্ধান্ত নেয় মেসি-এমিলিয়ানো মার্তিনেজদের দেশের ফুটবল সংস্থা।

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে জয় দিয়েই এশিয়া সফর শেষ করল আর্জেন্তিনা। ২-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিল বিশ্বকাপজয়ী নীল সাদা শিবির। খেলার ৩৮ মিনিটের মাথায় লিওনার্দো পারাদেসের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। দূরপাল্লার শট থেকে বল ইন্দোনেশিয়ার জালে জড়িয়ে দেন লিওনার্দো। প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের মধ্যেই ৫৫ মিনিটে রোমেরাে দলের হয়ে দ্বিতীয় গোল করেন। এর আগে বেজিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর্জেন্তিনা।

এর আগে শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্তিনা। এরপর থেকে ১৬ মাসে জাতীয় দলের জার্সিতে সব ম্যাচেই খেলেছেন তিনি। কিছুদিন আগেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তার আগে দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ৩৬ বছর পর আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আগামী বিশ্বকাপ ২০২৬-এ। সেই সময় মেসি খেলবেন কি না ঠিক নেই। তবে তার আগে কোচ লিওনেল স্কালোনি চাইছেন দলের বেঞ্চকে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার উপযোগী করে তুলতে।