NDA: এনডিএ-তে যোগ দিল হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার), বিহারে বদলাচ্ছে সমীকরণ

অনির্বান গুহ রায়

হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার) বুধবার এনডিএতে যোগ দিল। নিউ দিল্লিতে এর আগে পার্টির প্রতিষ্ঠাতা জিতেন রাম মাঝি ও পার্টির সভাপতি সন্তোষ কুমার সুমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। তারপরই এনডিএতে যোগ দিলেন তারা।

সংবাদমাধ্যমের সামনে সন্তোষ সুমন জানিয়েছেন, আজ থেকে আমরা এনডিএর সঙ্গে যোগ দিলাম। আসন ভাগাভাগির নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। শরিক হিসাবেই এই আলোচনা আমাদের মধ্য়ে হবে।

এদিকে কিছুদিন আগেই বিহারে নীতীশ কুমার সরকারের সঙ্গে মনোমালিন্য হয়েছিল সন্তোষ কুমার সুমনদের। দলের তরফ থেকে সেই সময় দাবি করা হয়েছিল নীতীশ কুমার, জেডিইউর সঙ্গে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার)কে মিলিয়ে দিতে চাইছেন। কিন্তু সেটা তারা চাইছেন না। কারণ দলের আলাদা পরিচিতি তারা চান।

এরপরই জেডিইউর তরফ থেকে দাবি করা হয়, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার) বিজেপির চর হিসাবে কাজ করছে। ২০২৩ সালের বিরোধী জোট নিয়ে যে আলোচনা চলছে তার কথাবার্তা গেরুয়া শিবিরের কাছে পৌঁছে দিচ্ছেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার)র নেতা জীতেন মাঝি। এনিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে ওঠে।

এদিকে ১৩ জুন মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছিলেন সন্তোষ সুমন। এদিকে বিজেপির কাছ থেকে ঠিক কতগুলি আসন চাইছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার)? সেই প্রশ্নের উত্তরে সন্তোষ সুমন মিডিয়াকে জানিয়েছেন, আগামী লোকসভা ভোটে অন্তত ৫টি আসনে লড়তে চাইছেন তারা। পাশাপাশি অন্তত ১৫টি আসনে যেখানে তারা প্রার্থী দিতে পারবে সেটাও তারা জানিয়ে দেবে বিজেপিকে।

এর আগে রাষ্ট্রীয় লোক জনতা দলের প্রধান উপেন্দ্র খুশওয়া মহাজোট থেকে বেরিয়ে এসেছিলেন। এরপর তারা এনডিএর কাছে চলে আসেন। এবার হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার) এনডিএর সঙ্গে যোগ দিল। সব মিলিয়ে বিহারের রাজনীতিতে এবার অন্য মোড়।

সামনেই ২০২৪ এর লোকসভা ভোট। তার আগে রাজনৈতিক দলগুলি তাদের মতো করে ঘুঁটি সাজানো শুরু করেছে। এনডিএ তাদের শরিক দলের সংখ্য়া বৃদ্ধি করতে শুরু করেছে। অন্যদিকে বিরোধী জোটও নিজেদের শক্তিশালী করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। তার মধ্য়ে বিহারে দুটি আঞ্চলিক দল পর পর এনডিএর শরিক হিসাবে যোগ দিল। জাতীয় রাজনীতিতেও এবার অন্যরকম বার্তা। সব মিলিয়ে ২০২৪ সালের মহারণের আগে প্রস্তুতি চলছে পুরোদমে।