Opposition Meet in Patna: বিরোধী বৈঠকে যোগ দিতে পাটনা পৌঁছেই সোজা ‘লালুজি’র কাছে মমতা, হল বৈঠকও

বিজেপি বিরোধী জেটের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পাটনা গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই সোজা চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়ি। দেখা করলেন তাঁর সঙ্গে। কথা বললেন। বেরিয়ে জানালেন, লোকসভা ভোটে লড়াই হবে একের বিরুদ্ধে এক। লড়াই কৌশল ঠিক হবে বৈঠকে।

(পড়তে পারেন । ‘বিরোধী জোট থেকে দূরে থাকবেন না মমতা,’ বিহার মিটিংয়ের আগে আশায় বুক বাঁধছে কংগ্রেস)

শুক্রবার বিরোধী দলগুলির বৈঠক রয়েছে পাটনায়। সেই বৈঠকে যোগ দিতে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাটনা পৌঁছ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। সেখানে পৌঁছে সোজা চলে যান লালু যাদবের বাড়ি। তাঁদের স্বাগত জানান বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ছিলেন লালুর স্ত্রী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। তিনজনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের জন্য নিয়ে যাওয়া উপহার তুলে দেন লালু, রাবড়ি ও তেজস্বীর হাতে। বেশ খানিক ক্ষণ লালু যাদব ও তেজস্বী সঙ্গে কথা বলেন মমতা।

বেরোনোর সময় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকদিন পর লালুপ্রসাদজির সঙ্গে দেখা হল। খুব ভালো লাগছে। উনি প্রবীণ রাজনীতিবিদ। মাঝে ওঁকে জেলে যেতে হয়। খুবই অসুস্থ ছিলেন। আজ এসে দেখলাম অনেকটাই সুস্থ। বিজেপি বিরোধী লড়াইয়ে লালুজি অনেক বেশি দাপট নিয়ে লড়বেন।’

তাঁকে লোকসভা ভোট নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলে নেত্রী বলেন, ‘শুক্রবার বৈঠক রয়েছে। ওয়ান ইজ টু ওয়ান ফর্মুলায় লড়াই হবে। বৈঠকে সকলের সঙ্গে বসে লড়াইয়ে কৌশল নির্ধারণ করা হবে।’ সূত্রের খবর, এদিন পাটনা সার্কিট হাউজে বিহাররে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গেও দেখা করেন মমতা।

শুক্রবার এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা চললে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ ছাড়া সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াও।

কিছু দিন আগেই কাকদ্বীপের জনসভা থেকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, কেন্দ্রে লড়াই হবে একজোট হয়ে। লড়াই হবে একের বিরুদ্ধে এক। সেই বার্তাই বৃহস্পতিবার জানিয়েছেন মমতা। ফলে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস-সিপিআইএমের সঙ্গে জোটে থাকতেও তাঁর আপত্তি নেই।  সে দিক থেকে এই বৈঠক কতটা ফলদায়ী হয় সে দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।