Amit Shah on opposition meet: ‘ওটা ফটো সেশন ছিল…সবেতে বাগড়া দেন রাহুলবাবা…’ বিরোধী মিটিং নিয়ে মস্করা করলেন শাহ

রবি কৃষ্ণন খাজুরিয়া

পাটনায় বিরোধী জোটের মিটিং। গোটা দেশের নজর ছিল এই মিটিংয়ের দিকে। আর কাশ্মীর থেকে এই মিটিংকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাফ জানিয়ে দেন, ওটা তো ফটো সেশন ছিল। যতই করুন ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই। বিরোধী মিটিং নিয়ে এদিন রীতিমতো হেসে ফেলেন অমিত শাহ।

বর্তমানে জম্মু-কাশ্মীরে রয়েছেন অমিত শাহ। তিনি একটি প্রকাশ্য সভাতে বলেন, আজ পাটনায় একটি ফটো সেশন অনুষ্ঠান হয়েছে। যেখানে বিরোধীদের সব নেতারা এক মঞ্চে ছিলেন। তারা এই বার্তা দিতে চাইছেন তারা বিজেপি, এনডিএ আর মোদীজিকে চ্যালেঞ্জ করবেন। আমি বলতে চাই তাদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের মধ্য়ে ঐক্যবদ্ধতা সম্ভব নয়। যদি তারা ঐক্যবদ্ধ হন তবুও মোদীজি ৩০০ আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবেন। প্রধানমন্ত্রী হবেন। এটা নিশ্চিত।

তিনি বলেন, তিনদিন ধরে আমেরিকাতে রয়েছেন মোদী। দীর্ঘদিন পরে আমেরিকা কোনও ( ভারতীয় প্রধানমন্ত্রীকে) স্টেট গেস্ট সম্মান দিল। এটা আগেও হয়নি। ভবিষ্যতেও হবে না। মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, সেমি কন্ডাক্টর নিয়ে একাধিক চুক্তি হয়েছে। অনেক কোম্পানি ভারতের বিনিয়োগ করতে চাইছে। জানিয়েছেন অমিত শাহ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেও তির ছোঁড়েন তিনি। অমিত শাহ বলেন, সার্বিক উন্নতি সত্ত্বেও রাহুল বাবা সব বিষয়ে বাগড়া দেন। আর্টিকেল ৩৭০, রাম মন্দির, তিন তালাক। এসব করে তিনি একটা প্রবণতা তৈরি করেছেন যা হবে তাতেই বাধা দেব।

তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও তুলে আনেন। তিনি বলেন, ১৯৫৩ সালে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই ৩৭০ ধারা আরোপ করা হয়েছিল। তিনি সত্যাগ্রহ শুরু করেছিলেন। তিনি কাশ্মীরে এসেছিলেন। এখানে তাঁকে গ্রেফতার করা হয় ও খুন করা হয়। আজ শহিদ দিবস। আজ তাঁর আত্মা শান্তি পেয়েছে। কারণ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে।

ইউপিএ সরকার ও এনডিএ সরকারের মধ্য়েও তিনি একাধিক ফারাক টানার চেষ্টা করেন ।

তিনি বলেন, একটা সন্ত্রাসবাদের ঘটনা হয় আর মেহেবুবা মুফতি বলে ওঠেন সন্ত্রাসবাদ এখনও যায়নি। আমি তাঁকে ও আবদুল্লাহদের বলতে চাই, ১০ বছরের ইউএপিএ সরকারের সময়ে ৭৩২৭টি জঙ্গি কার্যকলাপ হয়েছিল। আর বিজেপির ৯ বছরে ২৩৫০টি ঘটনা হয়েছে। তার মানে সন্ত্রাসবাদ ৭০ শতাংশ কমে গিয়েছে।