Apartment collapsed video: গুজরাটে ভেঙে পড়ল তিনতলা অ্য়াপার্টমেন্ট, মৃত একই পরিবারের ৩জন, ৫জন জখম

শুক্রবার বিকালে গুজরাটের জামনগরে ভেঙে পড়ল তিনতলা অ্যাপার্টমেন্ট। পিটিআই সূত্রে খবর, অনেকে ওই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকতে পারেন। তবে সূত্রের খবর, ওই বিল্ডিংটি বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছিল। সেই বিল্ডিং খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, সাতজন জখম হয়েছেন। তাদের মধ্য়ে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ওটা গুজরাট হাউসিং বোর্ড তৈরি করেছিল। এটা তিনতলা অ্যাপার্টমেন্ট। শুক্রবার সন্ধ্যায় জামনগরে সেটি ভেঙে পড়ে। মনে করা হচ্ছে আরও ব্যক্তি ওই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি করা হচ্ছে।

তবে পরবর্তী সময়ে জানা যায় একই পরিবারের তিনজন মারা গিয়েছেন।  আরও পাঁচজন জখম হয়েছেন।  ৩৫ বছর বয়সি দম্পতি মিতাল ও জয়পাল সাদিয়া ও তাদের চার বছরের সন্তান শিবরাজের মৃত্যু হয়েছে। 

জামনগরের এসপি প্রেমসুখ দেলু হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে।  আটজনকে উদ্ধার করা হয়েছে। তারা চাপা পড়েছিলেন। তবে বহু চেষ্টা করেও তিনজনকে বাঁচানো যায়নি।  পাঁচজন চাপা পড়েছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে। 

এদিকে এটা সরকারি হাউজিং কলোনির আওতায় ছিল। এই ঘটনার তদন্ত হবে বলে সূত্রের খবর। 

 

জামনগরের রঞ্জিত সাগর রোডের সাধনা কলোনি এলাকায় এই তিনতলা বিল্ডিংটা ছিল। সেখানে ৬টা আলাদা ফ্ল্যাট ছিল। আচমকাই সেটা হুড়মুড় করে ভেঙে পড়ে। সব মিলিয়ে সাতজন জখম বলে খবর। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আরও কেউ ধ্বংসস্তুপে আটকে রয়েছে কি না তা দেখা হচ্ছে।

তবে সূত্রের খবর, একেবারে ওপরতলায় পাঁচ জন ছিলেন। তাদের সেভাবে ক্ষতি হয়নি। কিন্তু বাকি সাতজন জখম হন। তবে দমকল, উদ্ধারকারী টিম দ্রুত ব্যবস্থা নেয়। একাধিক যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ করা হচ্ছে। তবে পরে জানা যায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।