IND Vs WI: Netizens Slam BCCI Selectors For Not Picking Sarfaraz Khan Despite Domestic Performance

মুম্বই: ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজ। সেই সিরিজের জন্য আজ, শুক্রবার (২৩ জুন) টেস্ট এবং ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার জল্পনা থাকলেও, দুই সিরিজেই ভারতীয় দলের নেতৃত্ব রোহিত শর্মাই রয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২০৯ রানে পরাজয়ের পর সমর্থক থেকে বিশেষজ্ঞদের একাংশ সকলেই ভারতীয় দলে বদলের ডাক দিয়েছিলেন। সেইমতোই আসন্ন টেস্ট সিরিজের ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। খারাপ ফর্মের জেরে শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী চেতেশ্বর পূজারা, উমেশ যাদবদের ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণরা। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেও টেস্ট দলে জায়গা পাননি সরফরাজ খান (Sarfaraz Khan)।

সরফরাজ খানের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্জ বেশ ঈর্ষণীয়। তিনি ৩৭ ম্যাচে ৫৪টি ইনিংসে ৭৯-র গড়ে মোট ৩৫০৫ রান করেছেন। তারপরেও তাঁর জন্য ভারতীয় দলের দরজা খোলেনি। এরপরেই ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। অনেকেই ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে গুরুত্ব না দিয়ে আইপিএলের পারফরম্যান্সকেই প্রাধান্য দেওয়ার অভিযোগ তোলেন।

 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?