Four militants killed in Kashmir: ভারতে অনুপ্রবেশের চেষ্টা, কাশ্মীরে চার জঙ্গিকে নিকেশ করল সেনা-পুলিশ, বড় সাফল্য

কাশ্মীরে জঙ্গি মোকাবিলায় বড় সাফল্য সুরক্ষা বাহিনীর। নিয়ন্ত্রণরেখা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল চার জঙ্গি। কিন্তু সব ছক ভেস্তে দিল সুরক্ষা বাহিনী। তাদের নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। উত্তর কাশ্মীরের কুপাওয়ারা জেলায় মাচিল সেক্টরের কাছে জঙ্গিরা ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় তাদের আটকায় সুরক্ষা বাহিনী। শুক্রবার একথা জানিয়েছে পুলিশ ও সেনা আধিকারিকরা। দেশের সুরক্ষায় বড় সাফল্য় পেল কাশ্মীর পুলিশ ও সুরক্ষা বাহিনী।

সূত্রের খবর, পুলিশ ও সেনা কালা জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালায়। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, যৌথ অভিযানে আর্মি ও পুলিশ কুপওয়ারার কালা জঙ্গলে চারজন জঙ্গিকে নিকেশ করেছে। পাক অধিগৃহীত জম্মু ও কাশ্মীর থেকে ওরা ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময়ই তাদের নিকেশ করা হয়।

আর্মির চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, চারজন জঙ্গিকে খতম করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

এনিয়ে দ্বিতীয়বার চলতি মাসে জঙ্গি অনুপ্রবেশ আটকে দিল সুরক্ষা বাহিনী। গত ১৬ জুন কুপওয়ারা জেলায় লাইন অফ কন্ট্রোলের কাছে ৫জন প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় পাঁচজনকে নিকেশ করে সেনা ও পুলিশ।

সেই অপারেশনের পরে বজ্র ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল গিরিশ কালিয়া জানিয়েছিলেন দুই দেশের মধ্য়ে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক অতীতে ফোর্সের কাছে নানা ইনপুট আসছে যে লাইন অফ কন্ট্রোল ধরে নানা ধরনের অনুপ্রবেশ হচ্ছে।

এদিকে ১৩ মে জি ২০ মিটিংয়ে গণ্ডগোল পাকানোর জন্য জঙ্গিরা চেষ্টা করছিল বলে আর্মির তরফে জানানো হয়েছিল। তবে তা সেনার তৎপরতায় শেষ পর্যন্ত জঙ্গিরা বিশেষ সুবিধা করতে পারেনি।

গত ৬ মে কুলগামে লস্কর ই তৈবার এক জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। ৪ মে বারামুল্লাতে সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে মৃত্যু হয়েছিল দুজন জঙ্গির। তারা দুজনেই ছিল সোপিয়ানের বাসিন্দা। গত মার্চ মাসে তারা জঙ্গি দলে নাম লিখিয়েছিল। কিন্তু তাদের উপর নজর রাখছিল বাহিনী।

গত ৩ মে মাচিল সেক্টরে দুজন অনুপ্রবেশকারীকে নিকেশ করে সুরক্ষা বাহিনী। ৭ মে সিকিউরিটি ফোর্স জানিয়েছিল, প্রায় ৬ কেজি আইডি বাজেয়াপ্ত করেছিল সুরক্ষা বাহিনী। তারা বড় কোনও ছক কষছিল বলে মনে করা হচ্ছে। তবে তার আগে তা ভেস্তে দেয় সুরক্ষা বাহিনী।