Taipei Open: HS Prannoy Loses In Straight Game Ends Run In Quarter Final

তাইপে: এইচএস প্রণয় (HS Prannoy) তাইপে ওপেনের (Taipei Open) শেষ আটে উঠে খেতাব জয়ের আশা জাগিয়েছিলেন। তবে খেতাব জয় হল না। হংকংয়ের এনজি কা লং অ্যাঙ্গাসের বিরুদ্ধে পরাজিত হলেন প্রণয়। তাঁর পরাজয়ের সঙ্গে সঙ্গেই তাইপে ওপেনে ভারতীয়দের চ্যালেঞ্জও শেষ হয়ে গেল। বিশের নয় নম্বর প্রণয় ব়্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা অ্যাঙ্গাসের বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হন। ম্যাচের স্কোরলাইন ২১-১৯, ২১-৮।

ভারতের আশা শেষ

প্রথম গেমে প্রণয় কিন্তু ভালই লড়াই করেছিলেন। শুরুতেই তিনি ৫-২ এগিয়ে গিয়েছিলেন। তবে অ্যাঙ্গাস লড়াই করে স্কোরলাইন ৫-৫ করেন। দুই শাটলারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। প্রথম গেমের একেবারে শেষের দিকে স্কোরলাইন ১৯-১৯ হয়ে যায়। সেই স্থান থেকে হংকংয়ের শাটলার টানা দুই পয়েন্ট জিতে প্রথম গেম নিজেদের নামে করে নেয়। দ্বিতীয় গেমে প্রণয় কার্যত লড়াই করতে পারেননি। শুরুতেই পিছিয়ে পড়েন তিনি। তারপর আর কোনওভাবেই তাঁর পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি। ৩৮ মিনিটেই ম্যাচ শেষ হয়ে যায়।

এটি এই দুই তারকার ১২তম সাক্ষাৎ ছিল। এই নিয়ে অ্যাঙ্গাসের বিরুদ্ধে ষষ্ঠবার পরাজিত হলেন প্রণয়। এই ম্যাচে পরাজিত হলেও, মে মাসেই মালয়েশিয়া মাস্টার্সে, দুই তারকার গত সাক্ষাতে প্রণয় অ্যাঙ্গাসকে ২১-১৮, ২১-১৬ স্কোরলাইনে পরাজিত করেন। তবে এবার আর হল না। 

কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং

ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস গড়েছেন চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy)। প্রথম ভারতীয় হিসাবে সুপার ১০০০ জিতেছেন ভারতীয় শাটলাররা। এবার তাঁর সুফলও পেলেন সাত্ত্বিক ও চিরাগ। সদ্য প্রকাশিত ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা তিন নম্বরে উঠে এলেন ভারতীয় তারকা জুটি।

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করে ভারতীয় তারকা জুটি। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় তারকারা ফাইনালে ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে জেতে।  এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জেতার পাশাপাশি সাত্ত্বিক ও চিরাগ সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ও জিতে ইতিহাস গড়েছেন। গোটা বছর জুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছেন সাত্ত্বিক-চিরাগ। এ বছরেই ভারতীয় তারকারা দু’টি ওয়ার্ল্ড ট্যুর খেতাব, স্যুইস ওপেন এবং ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। এই দুরন্ত ফর্মই তাঁদের ব়্যাঙ্কিংয়ে তিনে উঠতে সাহায্য করল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?