Hussain Obamas: ‘দেশে অনেক হুসেন ওবামা আছে’ বিতর্কিত টুইট অসম CM’র, ধরতে যাবেন আমেরিকায়? প্রশ্ন বিরোধীদের

অনিরুদ্ধ ধর

হুসেন ওবামা নিয়ে টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী। আর সেই টুইটকে ঘিরে শোরগোল তুঙ্গে। আসলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের মুসলিমদের সুরক্ষিত রাখা দরকার বলে মন্তব্য করেছিলেন। এরপরই এনিয়ে টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি টুইট করে লিখেছেন, দেশে অনেক হুসেন ওবামা রয়েছেন। রাজ্য পুলিশ তাদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। তবে হিমন্ত বিশ্বশর্মার এই টুইটের পরেই কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বিরোধীরা।

এদিকে বৃহস্পতিবার সিএনএনএর একটি সাক্ষাৎকার নিয়ে টুইট করেছিলেন এক সাংবাদিক। সেখানে ওবামাকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তবে হিন্দু সংখ্য়াগরিষ্ঠ ভারতে মুসলিম সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে যেটা বলা হচ্ছে তাতে কিছু ভুল উল্লেখ করা হচ্ছে। এনিয়ে টুইট করেছিলেন এক সাংবাদিক।

 

তিনি লিখেছিলেন, এবার না গুয়াহাটিতে ওবামার বিরুদ্ধে এফআইআর হয়ে যায় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য। এবার অসম পুলিশ ওয়াশিংটনে উড়ে গিয়ে তাকে গ্রেফতার করতে যাবে।

এরপরই সেই টুইটের জবাব দেন অসমের মুখ্যমন্ত্রী। 

আসলে অনেকের মতে, দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীদের নানা মন্তব্যের জেরে কীভাবে ধরপাকড় হয় সেদিকেই ইঙ্গিত করা হয়েছিল। এমনকী অসম পুলিশ দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে এই ধরপাকড় করে আসছে।

তবে ওই সাংবাদিকের টুইটের জবাবে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ভারতে অনেক হুসেন ওবামা রয়েছেন। ওয়াশিংটনে যাওয়ার আগে তাদের ব্যাপারটা আগে দেখা দরকার। অসম পুলিশ তাদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাবে।

তবে গোটা ঘটনায় তির ছুঁড়ছেন বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে টুইট করে জানিয়েছেন, আমার বন্ধু বারাক এখন হুসেন ওবামা। হোয়াইট হাউসে মোদী কী বলেছেন তা নিয়ে হিমন্ত উত্তর দিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা মুসলিম হওয়ার কারণে ভারতীয় মুসলিমদের শিক্ষা দেওয়ার কথা বলছেন। এবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দফতর, ভারত সরকার কী অবস্থান নেবে?

শিবসেনা নেত্রী( উদ্ধব গোষ্ঠী) প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে জানিয়েছেন, বারাক থেকে হুসেন। একজন বিজেপি সিএম প্রমাণ করে দিলেন বারাক ওবামার মন্তব্যটা ভুল ছিল না।

তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে বলেন, ২৪ ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতে কোনও বৈষম্য নেই। আর তাঁর দলের একজন মুখ্য়মন্ত্রী ওবামাকে হুসেন ওবামা বলে উল্লেখ করে দিলেন। এমনকী রাজ্য পুলিশকে তাদের দেখে নেওয়ার কথা বলছেন।