Bangladesh Awami League MP on India: ‘আওয়ামি লিগ থাকতে ভারত ভাঙতে দেব না’, বাংলাদেশের সংসদে বললেন হাসিনার দলের সাংসদ

সম্প্রতি মোদীর আমেরিকা সফরকালেই ‘ভারত ভাগ’ হওয়ার ‘আশঙ্কা’ প্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে এই আমেরিকাই কয়েকদিন আগে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে সেদেশের সরকারকে ‘হুঁশিয়ার’ করেছিল। এরই মাঝে এবার বাংলাদেশি সাংসদ সাইমুম সরওয়ার কমল এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি দাবি করলেন, ‘ভারত বিরোধী কোনও শক্তিকে বাংলাদেশে সরকার গড়তে দেওয়া হবে না।’ স্বভাবতই তিনি সেদেশের বিরোধী বিনপি-কে আক্রনণ শানিয়েছেন এই মন্তব্যের মাধ্যমে। তিনি আরও মন্তব্য করেন, ‘আওয়ামি লিগের কর্মীরা থাকতে ভারত ভাঙতে দেওয়া হবে না।’ (আরও পড়ুন: ‘…ভাগ হয়ে যেতে পারে ভারত’, মোদীর মার্কিন সফরকালে বিস্ফোরক ওবামা)

উল্লেখ্য, সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক করার জন্য দিল্লিকে মধ্যস্থতার আর্জি জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল বাংলাদেশে। সেদেশে আরও একটি সাধারণ নির্বাচন হতে চলেছে। এই আবহে কয়েকদিন আগেই অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অসম্মান করা ব্যক্তিদের মার্কিন ভিসা দেওয়া হবে না।’ এদিকে গত নির্বাচনগুলিতে কারচুপির অভিযোগ উড়িয়ে এসেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামি লিগ।

এই আবহে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কক্সবাজার-৩ কেন্দ্রের আওয়ামি লিগ সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘বাংলাদেশ থেকে বিদেশি শক্তি ভারত ভাঙার পরিকল্পনা করতে চাইছে।’ তাঁর অভিযোগ, ‘আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীরা বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র বানাতে চাইছে তারা।’ এরপর কমল আরও বলেন, ‘আওয়ামি লিগের কর্মীরা থাকতে ভারত ভাঙতে দেওয়া হবে না।’ কমল বিস্ফোরণ ঘটিয়ে বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের নেপথ্যে শুধুমাত্র শেখ হাসিনার ভূমিকা রয়েছে। যারা এই সরকারের বাজেটকে উচ্চাবিলাসী বলে কটাক্ষ করেছে, তারাই এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। ১৯৭৫ সালের পর থেকে শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের আশ্রয়দাতা। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে তারা। এই দেশ থেকে তিব্বতে তারা অস্ত্র পাঠাতে চাইছে তারা।’

মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্বীকার করে কমল বলেন, ‘অনেক মুক্তিযোদ্ধাকে পশ্চিমবঙ্গে কবর দেওয়া হয়েছিল। ভারতের অনেক সৈন্যের কবর রয়েছে এদেশে। আমরা দুই দেশ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলাম। সেই ভারত ভাঙতে দেবে না আওয়ামি লিগ। এদেশে ভারত বিরোধী কোনও অপশক্তিকে ক্ষমতায় আসতে দেবে না শেখ হাসিনার কর্মীরা।’