Bangla Jokes Collection: আজ সকাল সকাল মনটা ভালো করে নিন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১। লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা। তার মা বিষয়টি সহ্যই করতে পারে না। তাই হাতে চটি নিয়ে ছুটে গেল ছেলের দিকে।

মা: বজ্জাত ছেলে কোথাকার! এত বার বলি, তার পরেও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করব!

লাল্টু: মা! আর হবে না এমন।

মা: তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না।

লাল্টু: মা, চটিও তো পায়ে দেওয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না।

(আরও পড়ুন: হাসতে তো মানা নেই! পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস, অন্যকে পাঠিয়ে তাঁদেরও হাসান)

২। পড়া ফাঁকি দেওয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক।

শিক্ষক: বল, দামোদর নদী কোথায় প্রবাহিত?

ছাত্র: মাটির ওপর প্রবাহিত, স্যর?

শিক্ষক: এই ম্যাপের মধ্যে দেখা, দামোদরের জলধারা কোথা দিয়ে বইছে।

ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। জল লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনও চান্সই নাই!

(আরও পড়ুন: দুপুরবেলা হাসতে হাসতে গড়িয়ে পড়ুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। পার্কে বাদাম খেতে খেতে বল্টুর প্রেমিকা: তুমি আমার একটা কথাও শোনো না। আর আমাকে পাশে রেখে অন্য নারীর দিকে তাকাও। ছিঃ!

বল্টু: তোমাকে তো মন দিয়েছি। কান আর চোখ দিইনি।

(আরও পড়ুন: সাত সকালেই হাসতে হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস, এনার্জিতে থাকুন টইটম্বুর)

৪। ছেলে: বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?

বাবা: অবশ্যই চাই।

ছেলে: তাহলে আমাকে একটি বাইক কিনে দাও।

বাবা: কেন?

ছেলে: তাতে জুতোর তলার ক্ষয় কম হবে। আমাকে জুতো কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।

(আরও পড়ুন: ছুটির দিন সকাল সকাল হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। রতন তার প্রেমিকা রত্নার সঙ্গে ঘুরতে বেরিয়েছে।

রত্না: আমি আমার পার্সটা ভুলে বাড়িতে রেখে এসেছি।

রতন: তাতে সমস্যা কী?

রত্না: কিন্তু এখন আমার দুই হাজার টাকার খুব দরকার।

রতন: কোনও সমস্যা নেই, আমি আছি না! এই নাও ২০ টাকা। এটা দিয়ে রিকশায় করে বাড়ি গিয়ে পার্সটা নিয়ে এসো!