BCCI And Team Management Target Ireland Series For Jasprit Bumrah’s Return

মুম্বই: চোটের জন্য দীর্ঘদিন ধরেই ২২ গজের বাইরে তিনি। জাতীয় দলের জার্সিতে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। গোটা আইপিএলে খেলেননি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেননি। তবে খুব তাড়াতাড়িই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফিরতে চলেছেন যশপ্রীত বুমরা। ভারতীয় দলের বুমবুমকে হয়ত আয়ারল্যান্ড সিরিজেই জাতীয় দলের জার্সিতে ফের দেখা যেতে পারে। 

ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে সামনে। টেস্ট ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়নি। আগামী ৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এই টি-টোয়েন্টি সিরিজ। ১৩ অগাস্ট পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য হয়ত ভারতীয় দলে ডাক পাবেন না বুমরা। কিন্তু এরপর ১৮ অগাস্ট থেকে শুরু হতে চলেছে আয়ারল্যান্ড বিরুদ্ধে সিরিজ। সেই সিরিজেই হয়ত বুমরাকে ফেরানোর ভাবনা চিন্তা রয়েছে বিসিসিআইয়ের। 

আগামী অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নামার আগে বুমরাকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আগে একবার দেখে নিতে চাইছেন নির্বাচকরা। সেখান থেকে বুমরা কতটা ম্যাচ ফিট তার আন্দাজও পাওয়া যাবে। 

পিঠের চোটের জন্য গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে বুমরা। বেঙ্গালুরুর এনসিএতে এই মুহূর্তে রিহ্যাব সারছেন বুমরা। 

শাস্ত্রীর বার্তা

এবার ঘরের মাঠে বিশ্বকাপের আসরে তাই খেতাব জয়ে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কেমন হতে পারে ভারতীয় দল, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ভারতীয় একাদশ নিয়ে নিজের বক্তব্য রাখলেন রবি শাস্ত্রী। আগের বার ইংল্যান্ডের মাটিতে যখন ভারতীয় দল বিশ্বকাপ খেলতে নেমেছিল, সেবার কোচ ছিলেন শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন বিশ্বকাপের ভারতীয় একাদশের প্রথম ছয়ে ২ জন বাঁহাতি ব্যাটারের থাকা প্রয়োজন। তিনি বলছেন, ”দলের ভারসাম্য বজায় রাখাটা খুব দরকার। আপনি কি মনে করেন যে টপ অর্ডারে একজন বাঁহাতি কোনও প্রভাব ফেলতে পারে? এটা শুধু ওপেনিং ব্য়াটার নয়। কিন্তু প্রথম তিনে অথবা চারে এমনকী প্রথম ছয়ে আমার মনে হয় ২ জন বাঁহাতি ব্য়াটার থাকা খুব দরকার ভারতীয় একাদশে।”

চোটের জন্য চলতি বছরে ঋষভ পন্থ কোনও আন্তর্জাতিক ম্য়াচ খেলতে পারেননি। ওয়ান ডে ক্রিকেটে একজন গুরুত্বপূর্ণ বাঁহাতি ব্যাটারের অভাব বোধ করেছে দল। তাঁর বদলি হিসেবে কয়েকটি ম্যাচে ঈশান কিষাণ খেলেছেন। রবীন্দ্র জাডেজা অন্যতম একজন বিকল্প। তবে প্রথম ছয়ে তাঁর খেলার অভিজ্ঞতা কম। যশস্বী জয়সওয়াল টেস্ট স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলার সুযোগ পেয়েছেন, তবে ওয়ান ডে দলে সুযোগ পাননি তিনি। শাস্ত্রী বলেন, ”আমাদের দলে রয়েছে ঈশান কিষাণ। উইকেট কিপার ব্যাটারের জায়গাটা পূরণ হয়েছে। সঞ্জু স্যামনও রয়েছে। তবে বাঁহাতি ব্যাটারের কথা উঠলে বলতে হয় জয়সওয়াল, তিলক ভার্মার কথা।”