Electric bill saving tips: কীভাবে বিদ্যুতের বিল ২০% পর্যন্ত কমিয়ে ফেলা যাবে? কবে থেকে সেই সুযোগ পাবেন?

ঠিকমতো পরিকল্পনা করতে হবে। তাহলেই বিদ্যুতের খরচ ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলতে পারবেন। তবে এখনই সেই সুযোগ মিলবে না। সেই পরিকল্পনা কার্যকরের জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। কারণ ২০২৪ সলের ১ এপ্রিল থেকে দেশে নয়া বিদ্যুৎ নীতি চালু হতে চলেছে। প্রাথমিকভাবে ১০ কিলোওয়াট বা তার বেশি চাহিদা থাকা বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে সেই নীতি প্রয়োজ্য হবে। কৃষিক্ষেত্র ছাড়া বাকি সব গ্রাহকদের ক্ষেত্রে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সেই নয়া নীতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। যে নীতি অনুযায়ী, দিনের বিভিন্ন সময় বিভিন্ন হারে বিদ্যুতের দাম ধার্য করা হবে। দিনের বেলায় বিদ্যুতের দাম কম পড়বে। রাতে বেশি পড়বে বিদ্যুতের দাম। 

কীভাবে বিদ্যুতের বিল ২০ শতাংশ পর্যন্ত কমানো যাবে? 

কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২০ সালের বৈদ্যুতিক নিয়মে (গ্রাহকদের অধিকার) দুটি পরিবর্তন করা হয়েছে। প্রথমত, দিনের বিভিন্ন সময় বিভিন্ন হারে বিদ্যুতের দাম ধার্য করা হবে। অর্থাৎ রাতে বিদ্যুতের দাম কিছুটা বেশি পড়বে। দিনের বেলায় কম খরচ হবে। উদাহরণ হিসেবে বলতে গেলে রাতে এক ইউনিট বিদ্যুৎ খরচ করলে যত টাকা গুণতে হবে গ্রাহকদের, দিনের বেলায় তার থেকে কম টাকা খরচ হবে। দ্বিতীয়ত, স্মার্ট মিটারের নিয়মকানুন সহজ করা হবে।

আরও পড়ুন: AC bill saving tips: ১৮-তে AC না চালিয়ে এই তাপমাত্রা রাখুন, ৩০% কমবে বিদ্যুতের বিল, লাগবে না গরমও

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দিনের বেলায় সাধারণের থেকে বিদ্যুতের দাম ১০-২০ শতাংশ কম ধার্য করবে বণ্টনকারী সংস্থাগুলি। রাতে আবার যখন চাহিদা তুঙ্গে উঠবে, তখন বিদ্যুতের দাম বেশি নেওয়া হবে। দিনের কোন সময় (দিন, সাধারণ সময় ও তুমুল চাহিদার সময়) বিদ্যুতের দাম কত থাকবে, তা গ্রাহকদের আগেভাগেই জানিয়ে দেওয়া হবে। সেই নয়া নীতি ঠিকঠাকভাবে মেনে চললে গ্রাহকদের বিদ্যুতের বিল কমে যাবে বলে আশাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Air conditioner can increase risk of heatstroke: এসিতে আছেন? সাবধান! যে কোনও সময়ে হিটস্ট্রোক হবে

তাঁদের বক্তব্য, রাতে বিদ্যুতের চাহিদা যখন সবথেকে বেশি থাকবে, সেইসময় ওয়াশিং মেশিন, ইন্ডাকশনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করলে বিদ্যুতের বিল চড়চড়িয়ে বাড়বে। পরিবর্তে যদি দিনের বেলায় ওরকম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয়, তাহলে বিদ্যুতে বিল কিছুটা কম আসবে। যদি কোনও গ্রাহক বুঝেশুনে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন, তাহলে ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল কম আসতে পারে।