TMC inner clash: ফেসবুকে কুরচিকর মন্তব‍্য, তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে আদালতে দলের বিধায়ক

পঞ্চায়েত ভোটের আবহে টিকিট বিলি নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ চলছে। বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক ইতিমধ্যেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাও করেছেন। তারই মধ্যে এবার তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত উপ প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে দুই নেতার বিবাদ চরমে উঠেছে। তাদের বিবাদ শুধু দলের মধ্যেই সীমাবদ্ধ থাকল না, মামলা গড়াল আদালত পর্যন্ত। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন: ‘‌দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করা সম্ভব নয়’‌, বেঁকে বসলেন আর এক তৃণমূল বিধায়ক

বিধায়কের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করেছেন উপপ্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি ফেসবুকে কুরুচিকর মন্তব্যের কিছু তথ্য প্রমাণ সহ এসিজেএম আদালতে মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, ১৭ দিন ধরে তাঁর বিরুদ্ধে ফেসবুক লাইভে কুরুচিকর মন্তব্য করেছেন পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়। তাতে তাঁর সম্মানহানি হয়েছে। তার জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আর সপ্তাহ খানেক পরেই রাজ্যের পঞ্চায়েত ভোট। তার আগে এই মানহানির মামলা দায়েরের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে।

বিধায়ক বলেন, ‘প্রত্যেকটা মানুষের সম্মান রয়েছে। আমরা চাইলেই যাকে যা কিছু ইচ্ছা বলতে পারি না। সম্মান রাখতে হয়। উপ প্রধান আমাকে ‘গোদা বাঁদর’, ‘আমার চরিত্রে খারাপ’ প্রভৃতি বলে আমার সম্মানে আঘাত করেছে। শুধু আমাকেই নয়, ব্লক সভাপতি এবং অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছেন উপ প্রধান। এ নিয়ে তাঁকে বারণ করেছিলাম। কিন্তু তা সত্ত্বেও তিনি কুরুচিকর মন্তব্য করে গিয়েছেন। উপপ্রধান নিজের সীমা ছাড়িয়ে গিয়েছেন। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।’

যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত উপপ্রধান। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কাউকে কোনও আক্রমণ করিনি। তবে কেউ যদি নিজের গায়ে মেখে নেয় তাহলে নিশ্চয়ই তিনি সেই রকমই।’ তিনি জানান, ‘ভারতীয় সংবিধানে আইন সকলের জন্য খোলা রয়েছে। আমারও কোর্টে যাওয়ার অধিকার রয়েছে।’ পালটা বিধায়কের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘উনিও অনেক সময় দলের বহু নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্য করেছেন। সেই প্রমাণ আমার কাছে আছে।’ তাছাড়া, বিজেপি নেতৃত্বের সঙ্গে বিধায়কের যোগ রয়েছে বলেও অভিযোগ তোলেন উপপ্রধান। এ বিষয়ে তিনি দলের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, ‘বাকস্বাধীনতা সকলের আছে। কারও জন্য আমি আমার নিজের মতামত প্রকাশ করব না তা হতে পারে না।’