Football News: Anirudh Thapa Signs For Mohun Bagan Super Giant For The Coming Season, Know In Details

কলকাতা: নতুন মরশুমের দল গড়তে বসে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ভারতীয় দলের হয়ে খেলা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa) চেন্নাইয়িন এফসি ছেড়ে সই করলেন মোহনবাগান সুপার জায়ান্টে। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল সবুজ-মেরুন শিবির। আগামী পাঁচ মরশুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি করল গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়নরা।

সর্বভারতীয় ফুটবল সংস্থার এলিট অ্যাকাডেমি থেকে উঠে আসা দেহরাদূনের এই সেন্ট্রাল মিডিও এখন ভারতীয় দলের অবিচ্ছেদ্য সদস্য। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপেও ভারতের হয়ে মাঠে নেমেছেন। পাকিস্তানকে ৪-০ গোলে হারানো ভারতীয় দলেও ছিলেন তিনি। মোহনবাগান শিবিরে তিনি যোগ দেওয়ায় দলের মাঝমাঠ অনেক শক্তিশালী হবে বলেই বিশ্বাস ক্লাব কর্তাদের।

গত পাঁচ মরশুম চেন্নাইয়িন এফসি-র হয়ে খেলেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। চেন্নাইয়িন এফসি-র হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন তিনি। মোট ১২টি গোল করেছেন তিনি এবং ১৭টি গোলে সহায়তাও করেছেন। গত আইএসএলে ১৬টি ম্যাচ খেলে দুটি গোল ও একটি গোলে সহায়তা করেন থাপা। ডুরান্ড কাপেও পাঁচটি ম্যাচে দুটি গোল করেন।  

ভারতীয় সিনিয়র দলের হয়েও ৪৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। চলতি সাফ চ্যাম্পিয়নশিপেও খেলছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে চারটি গোল ও তিনটি গোলে সহায়তা করা ফুটবলার এবার কলকাতার ক্লাবেও কার্যকরী সদস্য হয়ে উঠতে পারেন কি না, সেটাই দেখার।

মোহনবাগান সুপার জায়ান্টে সই করে থাপা বলেছেন, ‘ভারতীয় ফুটবলে সবুজ-মেরুন জার্সির ঐতিহ্য এবং প্রভাব অপরিসীম। সেই ক্লাবের জার্সি পরে মাঠে নামব ভেবে আমি রোমাঞ্চিত। আশা করি, নিজের সেরাটা দিয়ে সমর্থকদের খুশি করতে পারব। কলকাতা ভারতীয় ফুটবলের পীঠস্থান। সেখানে খেলার স্বপ্ন এবার পূরণ হবে।’

কলকাতা ডার্বি নিয়েও বেশ উত্তেজিত থাপা। বলেছেন, ‘যখন পৈলান অ্যারোজে খেলতাম বা জাতীয় বয়সভিত্তিক দলে অনুশীলন করতাম কল্যাণী অ্যাকাডেমিতে, তখন ডার্বি হলেই যুবভারতীতে চলে যেতাম খেলা দেখতে। গ্যালারিতে বসে দেখতাম মোহনবাগান সমর্থকদের আবেগ। সবাই বলে ডার্বি খেললে তারকা হওয়া যায়। সেই স্বপ্ন এবার পূরণ হবে আমার।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

ডার্বি জয়ের পাশাপাশি আগামী মরশুমে অনিরুদ্ধ থাপার আরও একটি লক্ষ্য হতে চলেছে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি-র খেতাব বজায় রাখা। বলেছেন, ‘মোহনবাগান সুপার জায়ান্ট এবার আরও শক্তিশালী হচ্ছে। আমার মনে হয় এবারও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে আমাদের। তাছাড়া এএফসি কাপেও খেলার সুযোগ পাব। দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি এবার ক্লাবের হয়েও আন্তর্জাতিক ফুটবল খেলব। এএফসি কাপে ক্লাবকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া আমাদের চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার।’

আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: বাবা দেখে যেতে পারলেন না… জাতীয় দলে সুযোগ পেয়েও আক্ষেপ বাংলার পেসার মুকেশের