Frustrated Lionel Messi Recalls Love-hate Relationship With PSG Fans, Says Kylian Mbappe And Neymar Jr Had Similar Experience

বুয়েনস আইরেস: অনেকে মনে করেন, বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার তিনি। যদিও ফ্রান্সে প্যারিস সঁ জরমঁ-তে (PSG) খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি লিওনেল মেসির (Lionel Messi)। ক্লাবের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হওয়ার পর পরিস্থিতির অবনতি হয়। ফরাসি সমর্থকেরা মেসিকে বিদ্রুপও করেছেন। শেষ পর্যন্ত প্যারিস সঁ জরমঁ ছাড়ার সিদ্ধান্ত নেন আর্জেন্তিনার মহাতারকা। 

তাঁর বার্সেলোনা যাওয়ার সম্ভাবনা নিয়ে কাটাছেঁড়া চললেও, শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। পিএসজি ছাড়ার পর এ নিয়ে প্রথমবার মুখ খুললেন মেসি। বললেন, ‘প্রথমে সব কিছু দারুণ ছিল। দারুণ উৎসাহ পেয়েছি। কিন্তু তারপরই মানুষ অন্যরকম ব্যবহার করতে শুরু করে। প্যারিস জনতার একটা বড় অংশের সঙ্গে বিবাদ তৈরি হয়। অবশ্যই সেটা আমার লক্ষ্য ছিল না। তবে এমবাপে ও নেমারের সঙ্গেও এ জিনিস হয়েছে। ওরা এটাই করে। তবে সেই সমস্ত মানুষদেরও মনে আছে, যাঁরা আমাকে সমর্থন করেছেন।’

মেসি আরও বলেছেন, ‘আমি জানি না, প্যারিসে আমাকে চার বছর কাটাতে হয়েছিল। এবং ভীষণ উপভোগ করেছিলাম। দারুণ কিছু ম্যাচ খেলেছি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু পরে জানি না কেন এমন আচরণ করা হল।’

কেরিয়ারে সাতশোর ওপর গোল। অগুনতি ট্রফি। লিওনেল মেসির (Lionel Messi) কথা বলতে গেলে বিশেষণ হাতড়ে বেড়ান বিশেষজ্ঞরা।

আর্জেন্তিনার (Argentina) কিংবদন্তি শনিবার, ২৪ জুন ৩৬ বছর পূর্ণ করলেন। জীবনের সেরা একটা বছর কাটিয়েছেন মেসি। হয়েছে স্বপ্নপূরণ। কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ১ মে, ২০০৫। সিনিয়রদের প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় প্রথম গোল করেন লিওনেল মেসি। তখন মাত্র ১৭ বছর বয়স তাঁর। বার্সেলোনার জার্সিতে গোল করেন মেসি। সেদিন অনেকে হয়তো কল্পনাও করেননি যে, বার্সার হয়ে ছশোর বেশি গোল করবেন রোজ়ারিওর বিস্ময় ফুটবলার।

মেসির কেরিয়ারে সবচেয়ে বড় সাফল্য অবশ্যই বিশ্বকাপ জয়। ২০১৪ সালে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে সেই যন্ত্রণা থেকে মুক্ত হন মেসি। তার আগে ২০২১ সালের কোপা আমেরিকাতেও চ্য়াম্পিয়ন হন। আর্জেন্তিনার সিনিয়র দলের জার্সিতে মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি।