Modi-Biden meet top CEOs: ‘নতুন বিশ্ব তৈরির জন্য…’, গুগল, মাইক্রোসফট প্রধানদের সঙ্গে বৈঠক মোদী-বাইডেনের

মার্কিন সফরে একাধিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। জানা গিয়েছে, অ্যালফাবেটের (গুগল) প্রধান সুন্দর পিচাই, মাইক্রোফসট প্রধান সত্য নাডেলা, মহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা, রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি, অ্যাপল প্রধান টিম কুক, জেরোধা প্রতিষ্ঠাতা নিখিল কামাত, নাসার মহাকাশচারী সুীতা উইলিয়ামস হাজির ছিলেন এই বৈঠকে। (আরও পড়ুন: ১৮-২৯ বছর বয়সি ৫৯% মার্কিনি কখনও নামই শোনেননি মোদীর, দাবি সমীক্ষায়)

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিভা এবং প্রযুক্তির একত্রিত হলে তা একটি উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। বৈঠকে স্টার্টআপ থেকে শুর করে সুপ্রতিষ্ঠিত সংস্থার প্রধানরা উপস্থিত হয়েছেন। এই দুই ধরনের সংস্থাই নতুন বিশ্ব তৈরির জন্য একসঙ্গে কাজ করে চলেছে।’ আমেরিকা ও ভারতের মধ্যে ‘কৌশলগত জোটের নয়া অধ্যায়’ নিয়ে বলেন মোদী। একাধিক সংস্থার সিইও-দের সঙ্গে এই বৈঠকের পর প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে একটি মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে বৈঠকের পর সুন্দর পিচাই বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করাটা সম্মানের বিষয়। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটালাইজেশন ফান্ডে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল। আমরা গুজরাটের গিফট সিটিতে আমাদের গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার ঘোষণা করছি। ডিজিটাল ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বর্তমান সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। আমি এখন এটিকে একটি ব্লুপ্রিন্ট হিসাবে দেখছি। অন্যান্য দেশগুলিও তা করতে চাইছে।’

এর আগে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মোদী দেখা করেছিলেন টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতা তথা টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে। মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাস্ক বলেন, ‘ভারত সৌর শক্তি বিনিয়োগের জন্য দুর্দান্ত একটা গন্তব্য।’ তিনি আরও বলেন, ‘আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট আনার বিষয়ে আশাবাদী। আমি নিশ্চিত টেসলাও ভারতে খুব দ্রুত পৌঁছে যাবে। আমি সম্ভবত আগামী বছর নিজে ভারত সফরে যাব।’ মাস্কের কথায়, ‘প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটা দুর্দান্ত ছিল এবং আমি তাঁকে বেশ পছন্দ করি। কয়েক বছর আগে তিনি আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন। তাই, আমরা একে অপরকে বেশ কিছু সময় ধরেই চিনি।’

মোদী বন্দনায় মাস্ক বলেছিলেন, ‘আমি মোদীর ভক্ত। তিনি সত্যিই ভারতের জন্য সঠিক কাজটি করতে চান। তিনি কোম্পানিগুলির জন্য সহায়ক হতে চান। এবং স্পষ্টতই, তিনি নিশ্চিত করতে চান যে এতে ভারতেরও সুবিধা হবে।’ ‘মাস্ক আরও বলেছিলেন, ‘আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে অবিশ্বাস্যভাবে উত্তেজিত। আমি মনে করি বিশ্বের যেকোনও বড় দেশের তুলনায় ভারতের প্রতিশ্রুতি বেশি। মোদী ভারতের জন্য সত্যিই অনেক ভাবেন। ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করার জন্য আমাদের উৎসাহিত করতে চাইলেন তিনি। আমরা তা এমনিতেও করতে চাই।’