Kamala Harris praises Narendra Modi: ‘বিশ্বনেতা হওয়ায় আপনাকে ধন্যবাদ’, মোদী বন্দনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা

বুধবার হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের পর গতকাল মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যাহ্নভোজের সেই অনুষ্ঠানে ছিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনও। মার্কিন বিদেশ দফতরের অফিসেই সেই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। (আরও পড়ুন: ১৮-২৯ বছর বয়সি ৫৯% মার্কিনি কখনও নামই শোনেননি মোদীর, দাবি সমীক্ষায়)

কমলা হ্যারিস গতকাল বলেন, ‘ভারতের ইতিহাস আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। শুধু আমাকে নয়, গোটা বিশ্বকেই প্রভাবিত করেছে এটা।’ এরপর মোদীর প্রশংসা করে কমলা বলেন, ‘একবিংশ শতাব্দীতে ভারতকে বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হতে সাহায্য করার জন্য আপনার ভূমিকা এবং নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই৷’ কমলা হ্যারিস বলেন, ‘ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি আমি। সেখা গিয়ে আমি দেখেছি যে ভারতের বৈশ্বিক প্রভাব কীভাবে বিস্তারিত হয়েছে। ভারতের তৈরি ভ্যাকসিন জীবন বাঁচিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের। ভারতের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আফ্রিকা মহাদেশকে সমৃদ্ধ করে তুলেছে এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করেছে। ইন্দো-প্যাসিফিকে একটি মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে ভারত।’

এদিকে একই সঙ্গে ভারতের প্রশংসা শোনা যায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের গলাতেও। তিনি বলেন, ‘আমেরিকায় আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ভারত। আমরা সামোসা খেতে খেতে ঝুম্পা লাহিড়ীর উপন্যাস উপভোগ করি। আমরা মিন্ডি কালিং-এর কমেডি দেখে হাসি। আমরা কোচেল্লায় দিলজিতের তালে নাচছি। আমরা যোগব্যায়াম করে নিজেদের কমবেশি ফিট এবং সুস্থ রাখছি।’ তিনি আরও বলেন, ‘আমরা যখনই মার্কিন স্বপ্ন বা ভারতী স্বপ্নের কথা বলি, মাবুষ সেই সুযোগের ওপর বিশ্বাস রাখেন। তাই মার্কিন ও ভারতের আকাঙ্খা যেন আরও এগিয়ে যায়, এই আশাই করছি আমি।’

এর আগে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় আমেরিকয় ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছিলেন, ‘এই দেশে লাখ লাখ মানুষ রয়ছে যাদের শিরার টান রয়েছে ভারতের সঙ্গে। তাঁদের মধ্যে অনেকেই এই চেম্বারে বসে আছেন। আমার পিছনেই একজন বসে আছেন। তিনি ইতিহাস গড়েছেন।’ মোদী সেই সময় কমলা হ্যারিসের কথা বলছিলেন। সেনেট চেয়ারম্যান হিসেবে সেই সময় তিনি মোদীর পিছনে আসনে বসেছিলেন। উল্লেখ্য, প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম মহিলা হিসেবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা।