পূজারার জায়গায় এবার তিনে কে? ৫ বিকল্প নিয়ে হাজির খোদ আইসিসি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিনিশিং লাইন টপকাতে পারল না খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম। তবে জীবন ও খেলার নিয়ম একটাই, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হয়। ব্রিটিশভূমে বিপর্যয় অতীত। এবার টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে (India’s tour of West Indies 2023)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma and Co) ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে যাচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতে তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছে (ICC World Test Championship 2023-2025)। ফের লড়াই শুরু অধরা টেস্ট মেসের জন্য। ব্রিটিশভূমে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার জন্য এবার চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) ছেঁটে ফেলেছে টিম ইন্ডিয়া। তরুণ তুর্কী যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) দলে রেখেছেন জাতীয় দলের নির্বাচকরা। এবার পূজারার জায়গায় তিনে কে ব্যাট করবেন? এই প্রশ্নের উত্তর এবার দিল আইসিসি (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পূজারার বিকল্প হিসেবে পাঁচ ক্রিকেটারকে বেছে নিল।

আইসিসি মনে করছে যশস্বী জয়সওয়াল আদর্শ বিকল্প হতে পারেন পূজারার। তিনে ব্যাট করার দৌড়ে এগিয়ে যশস্বী। আইপিএল সিক্সটিনে যশস্বীর ব্যাট থেকে এসেছে ৬০০-র উপর রান। তবে তাঁকে বেছে নেওয়ার এটাই একমাত্র মাপকাঠি নয়। ঘরোয়া ক্রিকেটেও যশস্বীর ব্যাট শাসন ছিল দেখার মতো। বছর একুশের উত্তরপ্রদেশের ক্রিকেটার সম্প্রতি ইরানি কাপে তিনে ব্যাট করেছেন। অবশিষ্ট একাদশের বিরুদ্ধে তিনি ২১৩ রানের ইনিংস খেলেছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর হাত থেকে এসেছে ১৪৪ রান। আইসিসি দুয়ে রাখছে চেন্নাই সুপার কিংসের স্টার রুতুরাজ গায়কোয়াড়কে। ওপেনিংয়ে রুতুরাজ জায়গা পাবেন না। সেক্ষেত্রে তিন হতে পারে তাঁর আদর্শ জায়গা। তিনে থাকছেন শুভমন গিল। টেস্টে এখনও নিজের ছাপ রাখতে পারেননি। তবে সাদা বলের ক্রিকেটে শুভমন যে ভয়ংকর দাপট দেখিয়েছেন, তার জন্য পঞ্জাবের তরুণের কপালে জুটেছে ‘নেক্সট বিগ থিং’ তকমা। শুভমন তিনে কামাল করতে পারেন বলেই মত আইসিসি-র। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা চার নম্বরে বেছে নিয়েছেন অজিঙ্কা রাহানেকে। ১৮ মাস পর জাতীয় দলে ফিরে রাহানে বুঝিয়েছেন যে, তিনি এখনও ফুরিয়ে যাননি। দেশের টেস্ট মহারথীর এখনও দেওয়ার অনেক কিছু রয়েছে। কেনিংটন ওভালের বাইশ গজে ‘আল্টিমেট টেস্ট’ ওরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার টিম ইন্ডিয়া রীতিমতো ধুঁকেছে! আর সেই ধুঁকতে থাকা দলকে একা কাঁধে টেনে তোলার চেষ্টা করেছিলেন রাহানেই। বিরাট-রোহিত-পূজারাদের ফ্লপ-শোয়ের আঁধারে রাহানেই জ্বেলেছিলেন আলো। রাহানে প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৬ রান। এবার রাহানে ওয়েস্ট ইন্ডিজে রোহিতের ডেপুটিও হতে পারেন বলে মনে করা হচ্ছে। আইসিসি বলছে অভিজ্ঞ রাহানে খেলতে পারে তিনে। আইসিসি শেষ বিকল্প হিসেবে রেখেছে কোহলিকে। কোহলি কিন্তু তিনে সেভাবে সাফল্য পাননি। এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার ফুল ফোটান চারে নেমেই। এখন দেখার ম্যানেজমেন্ট কোহলিকে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনে কিনা!

আরও পড়ুন: Virat Kohli | Ishant Sharma: ‘সেদিন অঝোরে কাঁদছিল বিরাট, আমি হয়তো মাঠেই নামতে পারতাম না’!

আগামী ১২-১৬ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু প্রথম টেস্ট শেষের চারদিন পর থেকে। ২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন’স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু’দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু’টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদীপ সাইনি।

ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)