Modi at Egypt: মিশরে মোদীর সঙ্গে সাক্ষাৎ রিম ও নাদার! ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী, তাঁদের পরিচয় জানেন?

নাদা আদেল ও রিম জাবাক, এই দুই তারকা যোগা ইনস্ট্রাক্টর সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। মিশর সফরে বর্তমানে রয়েছেন মোদী। সেখানে গিয়ে একের পর এক তারকা ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী। আর তারই মাঝে তিনি সাক্ষাৎ করেন মিশরের এই তাবড় যোগ ইনস্ট্রাকটারদের সঙ্গে।

দুই যোগ ইনস্ট্রাক্টারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান মোদী। উল্লেখ্য, সদ্য বিশ্ব যোগ দিবসে মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টারে যোগদিবস উপলক্ষ্যে ১৮০ টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই যোগভ্যাসে দেখা যায় মোদীকে। তাঁর যোগদান ঘিরেও ছিল বিশ্ব কূটনীতির নজর। এদিকে, ওই অনুষ্ঠান আলাদা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। এদিকে মিশরে গিয়ে নাদা আদেল ও রিম জাবাকদের সঙ্গে দেখা করে, মিশরে যোগভ্যাসকে আরও বেশি প্রচারের আলোয় আনার জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেন মোদী। এছাড়াও ও দুই যোগ ইনস্ট্রাক্টারকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে দেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর এদিন, রিম জাবাক ও নাদা আদেলদের সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে একটি টুইট করে। সেই টুইটে লেখা রয়েছে, ‘মিশরের জনপ্রিয় যোগভ্যসাকারী ও যোগা ইনস্ট্রাক্টার রিম জাবাক ও নাদা আদেলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁদের যোগকে প্রচার করার প্রতি উৎসর্গ দেখে তাঁদের প্রশংসা করেন মোদী।’ এদিকে, বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ওই দুই যোগ ইনস্ট্রাক্টার মোদীকে জানান, মিশরে কীভাবে জনপ্রিয়তা লাভ করছে যোগভ্যাস। রিম জাবাক এক প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী মোদী, তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যেও তিনি যে যোগ নিয়ে সময় দেন, তা মিশর ও বাকি বিশ্বের জন্য বেশ প্রাসঙ্গিক।